বাসুদেব ভট্টাচার্জী খোয়াই ৪ ঠা জানুয়ারি……খোয়াইতে দুইদিন ব্যাপী হিন্দু সনাতন ধর্ম সম্মেলন উপলক্ষ্যে খোয়াই জেলার সনাতনী ভক্তবৃন্দের আহ্বানে শনিবার বিকেল চার ঘটিকায় শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গন থেকে নগর পরিক্রমা শুরু হয়। এই পরিক্রমায় উপস্থিত ছিলেন সন্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শ্রী অভিজিৎ দত্ত ভৌমিক সহ অন্যান্য সদস্য সদস্যরা। রাশিয়া এবং ইউক্রেনের কয়েক জন ইসকনের প্রভুরা এই হিন্দু সনাতন ধর্ম সম্মেলনে ও যোগদান করেন। মূলতঃ সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সনাতন ধর্মের জনগণ ও সাধু-বৈষ্ণবেরা যেভাবে অত্যাচারিত হয়েছে, যেভাবে বাড়ি ঘর মন্দির ভেঙে পুড়িয়ে লুটপাট করছে। পাশাপাশি জমি বাড়ি দখল করে নিয়েছে, সনাতনীদের পিটিয়ে কুপিয়ে, আগুনে পুড়িয়ে হত্যা করা হচ্ছে সনাতনী নারীদের অপহরণ ধর্ষন করা হয়েছে তা ভাষায় বর্ণনা করার নয়।ভারত ও পৃথিবীর বেশ কিছু দেশে প্রতিবাদ জানান এখন বাংলাদেশে সনাতনীদের উপর আক্রমন আরো শানিত হয়েছে। সমস্ত কারণে আজকের এই ধর্ম সম্মেলনে আওয়াজ তোলা হয়েছে জাগো হিন্দু জাগো।
ইসকনের প্রভুসহ অন্যান্য বৈষ্ণবপ্রাণ ভক্তরা বেশ কয়েকজন এই ধর্ম সম্মেলনে যোগ দিয়েছে। সনাতনীরা দল-মত-সম্প্রদায় নির্বিশেষে সকলের মধ্যে এই ঐক্যের বার্তা পৌঁছে দিতে শনিবার বিকেল চারটায় খোয়াই শহরে একটি শান্তিপূর্ণ সম্পূর্ণ অরাজনৈতিক শোভা-যাত্রা করেন। পরিশেষে একটি ধর্মীয় প্রবচনের আলোচনা সভায় যোগ দেন সকলে। এই শোভাযাত্রা ও আলোচনা সভায় কয়েকজন বিদেশী সনাতনী সাধুও উপস্থিত ছিলেন। খোয়াই এর বিভিন্ন অংশের সনাতনীরা নিজ নিজ আশ্রম ও প্রতিষ্ঠানের সদস্য সহ সকলকে নিয়ে নির্দিষ্ট শোভাযাত্রা ও প্রবচনের আলোচনা সভায় অংশ গ্রহন করেন । দুদিনের এই অনুষ্ঠানে আগামীকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন স্থানে সনাতন সম্মেলনের উদ্দেশ্যকে সফল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে আজ আহবায়ক শ্রী অভিজিৎ দত্ত ভৌমিক খোয়াই জেলা সনাতন ধর্ম সংগঠনের পক্ষে আবেদন জানিয়েছেন। সনাতনী সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবাশীষ নাথশর্মা, আইনজীবী শ্রী ননী গোপাল দেবনাথ এবং সমাজসেবক অসিত ঘোষ অলক চৌধুরী সহ বেশ কয়েকজন। সবমিলে এই হিন্দু সনাতন ধর্ম সম্মেলন সফল হয়েছে বলে খোয়াইয়ের ধর্মপ্রাণ জনগণ জানান।


 
                                    
