Friday, November 22, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদবাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দানের জন্য বাংলা আকাদেমি, খোয়াই জেলা কমিটির...

বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দানের জন্য বাংলা আকাদেমি, খোয়াই জেলা কমিটির উদ্যোগ অনুষ্ঠিত হতে চলেছে আনন্দ সমাবেশ অনুষ্ঠান।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৩রা নভেম্বর……বাঙালিদের মুখের ,প্রানের ও মনের ভাষা হচ্ছে বাংলা ভাষা। দীর্ঘ লড়াই সংগ্রাম ও প্রচেষ্টার পর এবারের সদ্যগত দেবীপক্ষের সূচনা লগ্নে কেন্দ্রীয় সরকার দেশের অন্য আরো তিনটি ভাষার সাথে বাংলা ভাষাকে ও ধ্রুপদী ভাষার ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি প্রদান করেছেন। এই বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা প্রদান করার জন্য বাংলা আকাদেমি খোয়াই জেলা কমিটি গত ১৫/১০/২০২৩ ইং খোয়াই জেলা গ্রন্থাগারে এক আলোচনাসভা ও সাংবাদিক সম্মেলন করে। এর পূর্ববর্তী ও পরবর্তী সময়ে ও বাংলা আকাদেমি কেন্দ্রীয় কমিটি ও খোয়াই জেলা কমিটি বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা আদায়ে রাজ্য প্রশাসন ও কেন্দ্রীয় প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরের নিকট বিভিন্ন সময় ধাপে ধাপে আবেদন, নিবেদন, ধর্না ইত্যাদি সংগঠিত করে আসছিল।
এই ব্যাপারে বাংলা আকাদেমির কেন্দ্রীয় সচিব ও সহ সচিব যথাক্রমে কৃষ্ণকুসুম পাল ও নিতাই চরন দেবনাথ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অবশেষে একটু দেরীতে হলেও বাংলা তার প্রাপ্য মর্যাদা পেল তাতে বাংলা ভাষাভাষীরা আজ ব্যাপক খুশি ।এটা নিঃসন্দেহে বলা যায় বাংলা ভাষাভাষীদের জন্য খুশির ও আনন্দের সংবাদ। এই আনন্দে শরিক হতে চায় বাংলা আকাদেমি খোয়াই জেলা কমিটি ও। সবার সাথে এই আনন্দকে ভাগাভাগি করে নিতে আগামী ৯ ই নভেম্বর ২০২৪ ইং বাংলা আকাদেমি খোয়াই জেলা কমিটির উদ্যোগে খোয়াই জেলা গ্রন্থাগার প্রাঙ্গণে সকাল ১০ ঘটিকায় এক আনন্দ সমাবেশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাতে থাকবে বাংলা ভাষাকে নিয়ে বিভিন্ন আলোচনা, ভাষা সন্মাননা জ্ঞাপন, গান, কবিতা পাঠ ইত্যাদি। উক্ত আনন্দ সমাবেশে দল মত নির্বিশেষে বাংলাভাষা প্রেমী সমস্ত অংশের মানুষের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করছেন বাংলা আকাদেমি খোয়াই জেলা কমিটি।
বাংলা আকাদেমি খোয়াই জেলা কমিটির সচিব জহরলাল দাস এক বিবৃতিতে এই সংবাদ জানিয়েছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

20 − 14 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য