Monday, December 30, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদইতিমধ্যে উদ্বোধন হয়ে গেল ভুবন ডাঙা ষান্মাসিক সাহিত্যপত্রের শারদীয় সংখ্যা ১৪৩১ বাংর...

ইতিমধ্যে উদ্বোধন হয়ে গেল ভুবন ডাঙা ষান্মাসিক সাহিত্যপত্রের শারদীয় সংখ্যা ১৪৩১ বাংর ৬ষ্ট বর্ষের ৭ম সংখ্যার আবরন উন্মোচন অনুষ্ঠান।

খোয়াই প্রতিনিধি ১৪ ই অক্টোবর…. ইতিমধ্যে সমাপ্ত হয়ে গেল শারদীয়া দুর্গোৎসব।এই শারদীয়া দুর্গোৎসবে নতুন জামার ঘ্রানের সাথে নতুন শারদীয় সংখ্যা কিংবা পূজো সাময়িকী গুলোর ঘ্রাণ ও শিল্প সাহিত্য -সংস্কৃতি প্রান বাঙালির মনকে মাতিয়ে রাখে। এই চিরাচরিত ঐতিহ্য বাঙালির দীর্ঘ দিনের। শারদীয় দুর্গোৎসব মানেই শারদীয় সাহিত্য। এরই ধারাবাহিকতায় অর্থাৎ মহাসপ্তমী পূজার পূণ্য অপরাহ্নের বেলায় খোয়াই জেলা গ্রন্থাগারে কবি লেখক সাহিত্যিক ও সম্পাদক জহরলাল দাসের সম্পাদিত ষান্মাসিক সাহিত্যপত্র-” ভুবন ডাঙা” -১৪৩১ বাং- এর আনুষ্ঠানিক আবরন উন্মোচন হয়ে গেল অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের হাত ধরে। সৃষ্টিশীল ও মননশীলতার এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শ্রী অভিজিৎ দত্ত ভৌমিক, বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রাক্তন সাংবাদিক প্রিয়তোষ ঘোষ, শিক্ষিকা করুনা দেবনাথ, অবসরপ্রাপ্ত শিক্ষক তথা বিশিষ্ট সমাজসেবী শ্রী বাদল ভট্টাচার্য বরিষ্ঠ কবি ও সাংবাদিক দীপাঞ্জন ভট্টাচার্য কবি দীপেন নাথশর্মা প্রমুখরা। এই দিন সন্ধ্যায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবী শ্রী অভিজিৎ দত্ত ভৌমিক।
অনুষ্ঠানের মূল পর্বে যাওয়ার আগে দেশের সদ্য প্রয়াত বিশিষ্ট শিল্পপতি ও জনহিতৈষী ভারত সরকারের পদ্মভূষন পুরস্কারে ভূষিত টাটা গ্রুপের চেয়ারম্যান রতন টাটাজীর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরে স্বাগত বক্তব্য রাখেন ভুবন ডাঙা ষান্মাসিক সাহিত্যপত্রের সম্পাদক তথা কবি লেখক ও সাহিত্যিক শ্রী জহরলাল দাস।
তারপর সমবেত অতিথিদের হাত ধরে আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হয়ে গেল এবারের অর্থাৎ ১৪৩১বাং ইংরেজি ২০২৪- এর দৃষ্টি নন্দন প্রচ্ছদ সম্বলিত ও ঝকঝকে ছাপা শারদীয় ভুবন ডাঙা।
তারপর একে একে বক্তব্য রাখেন ভুবন ডাঙার উপদেষ্টা মন্ডলীর সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ প্রিয়তোষ ঘোষ, বিশিষ্ট সমাজসেবী অভিজিৎ দত্ত ভৌমিক,কবি দীপেন নাথশর্মা, দীপাঞ্জন ভট্টাচার্য প্রমুখরা। কথা ও কবিতায় ভুবন ডাঙার আবরন উন্মোচন অনুষ্ঠান ছিল মুখরিত। তারপর একে একে স্বরচিত কবিতা পাঠ করেন কবি সুমিতা রায়,কবি অনিল তেলেঙ্গা,কবি সুব্রত দেব,কবি সুব্রত আচার্য্য,কবিপ্রসেনজিৎ পাল,কবি শিখা রায় দে,কবি নির্মল সরকার,কবি করুনা দেবনাথ,কবি দীপাঞ্জন ভট্টাচার্য,কবি দীপেন নাথশর্মা,কবি-সম্পাদক জহরলাল দাস।
সবশেষে ভুবন ডাঙার উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, অবসরপ্রাপ্ত শিক্ষক তথা উক্ত অনুষ্ঠানের সভাপতি বাদল ভট্টাচার্য মহোদয়ের বক্তব্যের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই….

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

13 + nine =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য