Tuesday, November 12, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদএক ১৭ বছরের নাবালিকা মেয়েকে ফুষলিয়ে বিয়ে করার অপরাধ খোয়াই মহিলা থানার...

এক ১৭ বছরের নাবালিকা মেয়েকে ফুষলিয়ে বিয়ে করার অপরাধ খোয়াই মহিলা থানার পুলিশ এক যুবককে আটক করে ।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১৫ই অক্টোবর …. সামাজিক মাধ্যমে পরিচয় এরপর প্রেমের ফাঁদে ফেলে আকাশ দেব নামে ২৫ বছরের এক যুবক পিতা রঞ্জন দেব খোয়াই উত্তর দুর্গা নগর এলাকার বাসিন্দা। পেশায় একজন গাড়ি চালক সে ১৭ বছরের এক নাবালিকা কন্যাকে ফুসলিয়ে নিয়ে গিয়ে অষ্টমীর দিন বিয়ে করেন। এই ঘটনা জানাজানির পর নাবালিকা কন্যার পরিবারের লোক অনেক খোঁজাখুজি করার পর না পেয়ে অবশেষে খোয়াই মহিলা থানার দ্বারস্থ হন। মহিলা থানা অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে গোপন খবরের ভিত্তিতে আগরতলা এক বন্ধুর বাড়ি থেকে আকাশ দেব ও নাবালিকা কন্যাকে উদ্ধার করেন। মঙ্গলবার খোয়াই মহিলা থানার পুলিশ নাবালিকা মেয়েকে ফুসলিয়ে প্রেমের জালে ফেলে অবৈধ ভাবে বিবাহ করার অপরাধে অভিযুক্ত আকাশ দেবের বিরুদ্ধে মামলা রুজু করেন। এই মামলার নাম্বার ২৪/ডাবলু কে এইচ ০২৯ ইউ/এস ১৩৭(১)(বি)/৩৫১(২)/১২৭(২)/৩/(৫) বি এন এস উক্ত ধারা যুক্ত করা হয়। ঘটনার বিবরণে পুলিশ জানায় আকাশ দেব এই নাবালিকা কন্যার সঙ্গে দীর্ঘদিন ধরে সামাজিক মাধ্যমে প্রণয়ের সম্পর্ক তৈরি হয়। সেই প্রণয়ের সম্পর্ক থেকে অবশেষে পালিয়ে নিয়ে গিয়ে বিবাহ করেছে নাবালিকা মেয়েটিকে সেই যুবক । এবার প্রশ্ন হল পুলিশ প্রশাসন আপ্রাণ চেষ্টা করছেন নাবালিকা কন্যা সন্তানদের নির্দিষ্ট বয়সের আগে বিবাহ যেতে না হয় তার জন্য প্রশাসন এবং সমাজের সকল অংশের জনগণ যেন এগিয়ে আসেন। প্রশাসন অবশ্য এই সমস্ত কর্মকাণ্ডের জন্য বেশ সফলতা পেয়েছেন। খোয়াই জেলাশাসকের উদ্যোগে চেষ্টা নামক একটি সংগঠন তৈরি করা হয় এই সংগঠনের মূল কাজ হল নাবালিকা কন্যাদের নির্দিষ্ট বয়সের আগে বিবাহ যেতে প্রদান না করা হয় । কিন্তু তারপরও একাংশ অভিভাবক কন্যা দায়গ্রস্ত এই ভাবনার জন্য ১৮ বছর হওয়ার আগেই বিবাহ প্রদান করবার চেষ্টা করে। এবার দেখার বিষয় নাবালিকা কন্যাকে প্রেমের জালে জড়িয়ে অবৈধ ভাবে বিয়ে করার অপরাধে পুলিশ ড্রাইভার আকাশ দেব কে কি দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 × 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য