তেলিয়ামুড়া প্রতিনিধি :-
মাটি কাটতে গিয়ে টিলাভূমির ধ্বসে ভেঙে পড়ে গুরুতর আহত এক। ঘটনা কৃষ্ণপুরের অফিসটিলা নতুন বাজার এলাকায় বুধবার।
জানা যায়, কৃষ্ণপুরের অফিসটিলা নতুন বাজার এলাকায় ড্রজার গাড়ি দিয়ে মঙ্গলবার TR06B1811 নম্বরের একটি বোলেরো পিকাপ গাড়িতে টিলাভূমির মাটি কেটে তোলার সময়। আচমকাই টিলাভূমির ধ্বসে ভেঙে পড়ে মাটি কাটার কাজে নিয়োজিত আনন্দ বিশ্বাস নামের এক শ্রমিকের উপর। এতে অল্পেতে প্রাণে বাঁচে ওই শ্রমিক, কিন্তু গুরুতর আহত হয় সে। এই ঘটনা প্রত্যক্ষ করতে পেরে তড়িঘড়ি ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য লোকজন এই ঘটনার খবর পাঠায় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরে। ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে যায় এবং গুরুতর আহত অবস্থায় আনন্দ বিশ্বাস নামের ঐ শ্রমিককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। বর্তমানে বর্তমানে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালেই চলছে আহত শ্রমিকের। অন্যদিকে এই ঘটনার খবর চাওর হতেই গোটা এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।।