Tuesday, November 12, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদপ্রাক পূজা মুহূর্তে নেশা বিরোধী অভিযানে নেমে প্রচুর বেলেতি মদ আটক করলো...

প্রাক পূজা মুহূর্তে নেশা বিরোধী অভিযানে নেমে প্রচুর বেলেতি মদ আটক করলো খোয়াই থানার পুলিশ চেবরি এলাকা থেকে ।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৮ ই অক্টোবর…… লক্ষ্য করা গেছে গত একপক্ষ কাল ধরে খোয়াই মহকুমার পুলিশ প্রশাসন দফায় দফায় বিলিতি মদ আটক করতে সক্ষম হয়েছে। বুধবার ষষ্ঠী পূজার মধ্যে দিয়েই এ বছরের শারদীয় দুর্গোৎসব শুরু হতে চলেছে । এই শারদীয় দুর্গা উৎসব যাতে শান্তিপূর্ণ ভাবে পরিপূর্ণ করার লক্ষ্যে মহকুমা অন্তর্গত বিভিন্ন থানা গুলি বিলেতি মদ আটক করতে সক্ষম হয়েছে যাতে করে আগামী শারদীয় দুর্গোৎসব দিনগুলি শান্তিপূর্ণভাবে উদযাপন করতে পারে খোয়াই মহাকুমা বাসি । এই উদ্দেশ্যকে লক্ষ্য রেখে মঙ্গলবার সকালে খোয়াই থানার পুলিশ চেবরী বাজার সংলগ্ন এলাকা থেকে একটি TR 06 C 0739 এই নম্বরের ইকো গাড়ি থেকে তল্লাশি করে ১০ কার্টুন বিলেতি মদ সহ তিনজনকে আটক করেছ এরা হল পিন্টু দেববর্মা , অনিমেষ দেববর্মা ও দেবাশীষ দেববর্মা । তাছাড়া গত কয়েকদিন আগে খোয়াই মহিলা থানার পুলিশ ঠিক একই রকম ভাবে বেশ কিছু বিলিতি মদ আটক করেন। যদিও খোয়াই থানার ওসি সুবির মালাকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন পুজোর দিনগুলিতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার উদ্দেশ্যে পুলিশের এইরকম অভিযান। এই অভিযান পূজোর প্রত্যেকটা দিন জারি থাকবে বলে ও সি সুবীর মালাকার জানান। এই কর্মকাণ্ড গুলির জন্য খোয়াইয়ের শুভবুদ্ধি সম্পন্ন জনগণ খোয়াই মহকুমা এলাকার পুলিশ প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন এর পাশাপাশি খোয়াই এর জনগণের দাবি অবৈধ নেশা সামগ্রী অর্থাৎ ইয়াবা ব্রাউন সুগার মত মরণ নেশা সামগ্রী আটকের ক্ষেত্রে খোয়াই মহকুমা পুলিশ শত প্রাণোদিত ভূমিকা গ্রহণ করুক। পূজার প্রাগ মুহূর্তে শুধুমাত্র বিলিতি মদ আটক করলেই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সম্ভব হবে না। অবশ্যই পুলিশ প্রশাসন চেষ্টা করলে বিলিতি মদ আটকের পাশাপাশি ইয়াবা ব্রাউন সুগারের মত অবৈধ মরণ নেশা সামগ্রী আটক করতে পারবে। এখন দেখার বিষয় পুলিশ প্রশাসন আগামী দিনগুলিতে ইয়াবা ব্রাউন সুগারের মতন নেশা কারবারিদের আটক করতে পারে কিনা ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

6 + nineteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য