Friday, February 14, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদপ্রা পূজা মুহূর্তে এম বাজার নামক শপিং মল খোলার কারণে খোয়াই মহাকুমার...

প্রা পূজা মুহূর্তে এম বাজার নামক শপিং মল খোলার কারণে খোয়াই মহাকুমার বিভিন্ন কাপড় ব্যবসায়ীরা ক্ষতির মুখে ।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৫ই অক্টোবর…. ১৯৯১ সালে তৎকালীন সময়ের কংগ্রেস দলের প্রধানমন্ত্রী নরসিমা রাও উনার হাত ধরে গেট চুক্তি স্বাক্ষরিত হয়েছিল । তাতে করে বিশ্ব বাণিজ্যের দরজা উন্মুক্ত করা হয়েছিল এতে করে বিশ্বের সমস্ত ব্যবসায়ীরা ভারতবর্ষে প্রবেশ করে ব্যবসার জন্য । আর তখনই শুরু হয দেশজুড়ে উদার বাণিজ্য নীতি। সেই নীতির অন্তর্গত সারা দেশের সাথে উদার বাণিজ্যে নিতির প্রভাব বর্তমানে খোয়াই মহকুমাতে ও আছড়ে পড়েছে
। বিশ্বায়ন ও উদার বাণিজ্যে নিতির মতো শব্দগুলি বুদ্ধিজীবী অংশের মানুষের মুখে এক সময় খুব শুনা যেত। একটা সময় শোনা যেত সাধারণ ভোজ্য বস্তুগুলি উদার বাণিজ্যের ফলে প্যাকেটজাত হয়ে আমাদের হাতে পৌঁছে যাবে। তখনকার সময় এই বিষয়গুলি বিশ্বাসযোগ্য ছিল না কারোরই । দেখা গেছে কালের বিবর্তনের ফলে বিশ্বায়ন এবং উদার বাণিজ্যে নিতির ফলে সেই কথাগুলি আজ বাস্তবে পরিণত হয়েছে। আজ সাধারণত আমাদের প্রাতঃকালের খাবার মুড়ি বিস্কুট থেকে শুরু করে সমস্ত জিনিস পত্র প্যাকেটজাত হয়ে আমাদের হাতে পৌঁছে গেছে। তার প্রভাবে আমাদের দেশীয় ভোজ্য বস্তুর প্রস্তুত কারি ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসাগুলি আজ প্রায় হারিয়ে যেতে বসেছে। কারণ এই বিশ্বায়ন ও উদার বাণিজ্যের চাক চক্কের কাছে দেশীয় ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীরা হার মানতে বাধ্য হয়েছে। চলতি বছর শারদীয় দুর্গোৎসবের দেবী পক্ষের সূচনা লগ্নে অর্থাৎ মহালয়ার দিন খোয়াই শহরের প্রাণকেন্দ্র খোয়াই রাধানগর স্ট্যান্ড সংলগ্ন এম বাজার নামক এক শপিং মহল উদ্বোধন হয়েছে। এর আগেও খোয়াই সুভাষ পার্কে রিলায়েন্স গ্রুপের ট্রেন্ডস্ নামক শপিং মহল খোলা হয়েছে। কিন্তু পূজার প্রাক মুহূর্তে এম বাজার নামক শপিং মহলটি খোলাতে স্থানীয় কাপড় ব্যবসায়ীরা অনেকটাই ক্ষতির শিকার হয়েছে। এমনিতেই স্থানীয় কাপড় ব্যবসায়ীরা আগের মত ব্যবসা হচ্ছে না বলে জানান কারণ বিশ্বায়ন এবং উদার বাণিজ্যের ফলে অনলাইন শপিং এর কল্যাণে খোয়াইয়ের স্থানীয় ক্ষুদ্র থেকে বনেদি কাপড় ব্যবসায়ীদের ব্যবসা লাটে উঠার উপক্রম হয়েছে। এমনিতেই এই এম বাজারের উদ্বোধনের কারণে গত চার দিনে তারা প্রায় কয়েক কোটি টাকার উপর ব্যবসা করে ফেলেছে যা বাজারের ভিড় দেখে স্পষ্ট বোঝা যায় এবং বিভিন্ন মহলের সূত্রের খবরও তাই বলছে ।অথচ তাদের এই টাকা আমাদের বাজারে ঘুরে আসবে না চলে যাবে রাজ্যের বাইরে । অন্যদিকে স্থানীয় ব্যবসায়িরা যাই ব্যবসা করত সেই টাকা গুলি খোয়াই বাজারে আবার ঘুরে ফিরে আসতো তাতে সাধারণ মানুষ থেকে শুরু করে সমস্ত অংশের মানুষের হাতে টাকাটা থাকতো এবং বাজারের একটা ব্যালেন্স বজায় থাকতো ।কিন্তু এম বাজারের ব্যবসার ফলে সেই টাকার সমতা বাজারে থাকছে না তারা বাজার থেকে সেই টাকা তাদের ব্যবসার মাধ্যমে কুড়িয়ে নিয়ে যাচ্ছি সাধারণ গ্রাহকদের কাছ থেকে যা ঘুরে খোয়াই এর মতন কোনো বাজারে আর আসছে না । অন্যদিকে বিভিন্ন ব্যবসায়ীরা বছরের এক দুইটা শারদীয় দুর্গোৎসব এর মত বড় উৎসব আসার জন্য অপেক্ষায় থাকেন ব্যবসা করার জন্য। কিন্তু এ বছর খোয়াই এর ছোট-বড় কাপড় ব্যবসায়ীদের ব্যবসা অনেকটাই লাটে উঠেছে এম বাজারের কারণে তাও খোয়াই এর মতন ছোট্ট একটি শহরে । সব থেকে লক্ষণীয় বিষয় হল খোয়াই রাধানগর স্ট্যান্ড সংলগ্ন এলাকাতে এম বাজার নামক যে শপিং মহলটি খোলা হয়েছে সেখানে ক্রেতাদের ভিড় সামাল দেয়া কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। গভীর রাত পর্যন্ত সেই বজারে লোকের ভিড় লেগে থাকতে দেখা গেছে । এই শপিং মহলের সামনে গাড়ি বাইক পার্কিংএর কোনো ব্যবস্থা করা হয়নি এমনকি শপিং মহলের বাইরে নেই পর্যাপ্ত পরিমানে আলোর ব্যবস্থা । যার কারণে সাধারণ ক্রেতারা রাস্তার দুই পাশে বাইক গাড়ি রেখে যাচ্ছেন। এবং শপিং মহলের সামনে মূল সড়কে পর্যাপ্ত ভিড় লেগে রয়েছে যে কোন সময় বড় কোন সড়ক দুর্ঘটনা ঘটে যেতে পারে। রাস্তার দুই পাসে ক্রেতাদের বাইক গাড়ি কল্যাণে সাধারণ যানবাহন এই রাস্তা ধরে চলাচল করা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। খোয়াইয়ের শুভ বুদ্ধি মহলের অভিযোগ এত বড় শপিং মহল খোলা হল এখানে অথচ সাধারণ ক্রেতাদের বাইক গাড়ি রাখার জন্য পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা করা হলো না এবং শপিং মহলের বাইরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হলো না কোন ধরনের দুর্ঘটনা বা বাইক গাড়ি চুরি ছিনতাই হলে এর দায়ভার কে গ্রহণ করবে। যদিও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা এই বিষয়গুলি লক্ষ্য রাখছেন। শপিং মহল গুলি নিজেদের মুনাফার কথা শুধু চিন্তা করলে চলবে না ক্রেতাদের যানবাহন ও সুরক্ষার কথা অবশ্যই সঠিক ব্যবস্থা করতে হবে। এই সমস্ত বিষয়ে খোয়াইয়ের শুভবুদ্ধি সম্পন্ন মহল দাবি তুলছেন অবশ্যই পুলিশ প্রশাসন সঠিক নজর প্রদান করুক এই বিষয়টির উপর ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

8 − 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য