Sunday, December 22, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদস্বনির্ভর হওয়ার একটা উদাহরণ

স্বনির্ভর হওয়ার একটা উদাহরণ

শুধুমাত্র সরকারের দিকে না তাকিয়ে থেকে বিকল্প অর্থনীতিকে হাতিয়ার করে কিভাবে নিজে স্বনির্ভর হওয়ার পাশাপাশি সমাজকে স্বনির্ভরতার দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় , তার দৃষ্টান্ত আমাদের রাজ্যে ইতিমধ্যে বেশ কিছু স্থাপিত হয়েছে। এরকমই এক দৃষ্টান্ত খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত উত্তর কৃষ্ণপুরের রামবাবু পাড়ায়। সংশ্লিষ্ট এলাকার উদ্যোমি জবাব সুবীর হালদার নিজের পৈত্রিক ছয় কানি জমিতে মিশ্র ফল চাষ করে বিগত প্রায় তিন থেকে চার বছর ধরে পরিবার প্রতিপালন যেমন করছেন এর পাশাপাশি সমাজে ইতিবাচক বার্তা তৈরি করছেন। সুবীর বাবুর ফল চাষের ক্ষেত্রে গিয়ে দেখা গেছে রকমারি আম , গয়াম, মালটা, মুসাব্বির, আখ প্রায় সব কিছুই রয়েছে। আমাদের সাথে খোলাখুলি কথা বলার সময় উদ্যোগই ফল চাষি সুবীর হালদার দাবি করেছেন সরকার থেকে কোন প্রকারের সুযোগ সুবিধা পায়নি তবে নিজের প্রচেষ্টায় পরিশ্রমকে পাথেয় করে লক্ষ্যে সুনিশ্চিত থেকে এই ফল চাষের উপর নির্ভর করেই যে সংসার প্রতি পালন করছেন তা সরাসরি দাবি করেছেন সুবির হালদার। পাশাপাশি এটাও জানিয়েছেন এই সময়ের মধ্যে নিজেই ফল চাষ করার পাশাপাশি বিভিন্ন উদ্যোগী ব্যক্তিরা যখন ফল চাষ করার জন্য উনার কাছে পরামর্শ নিতে আসেন তখন তিনি পরামর্শ দেওয়ার পাশাপাশি কিভাবে ফল চাষ করলে ভালো হবে সে বিষয়গুলো হাতে কোলে নিয়ে দেখিয়ে দেন। এই সময়ের মধ্যে ফল চাষ করার পাশাপাশি বিভিন্ন প্রকারের চড়াও তৈরি হচ্ছে এই রাম বাবু পাড়ার সুবীর হালদারের ফল চাষের উর্বর জমিতে। খোলাখুলি দাবি করেছেন আগামী দিনে তিনি এই ফল চাষকে ভিত্তি করেই নিজে নির্ভর হওয়ার পাশাপাশি সমাজকে ইতিবাচক বার্তা দিতে চান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

thirteen − 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য