কৃষকদের সহযোগিতায় নিযুক্ত ফার্মাস প্রডিউসার কোম্পানি বা এফপিসি কে পিকআপ ভ্যান প্রদান করা হলো ।এডি নগরে পশ্চিম জেলার উপকৃষি অধিকর্তার কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ। তিনি জানান ,কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে গৃহীত কর্মসূচির অঙ্গ হিসেবেই এফ পিসিকে এই ধরনের পিকআপ ভ্যান প্রদান করা হচ্ছে।
২০১৫-১৬ অর্থবছর থেকে কেন্দ্রীয় সরকার দেশে বিজ্ঞানভিত্তিক অর্গানিক চাষের উপর গুরুত্ব দিয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে ।এই ক্ষেত্রে কৃষকদের জমিতে বীজ বপন থেকে শুরু করে উৎপাদিত ফসল বাজার পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য সার্ভিস প্রোভাইডার নিয়োগ করা হয়েছে ।সার্ভিস প্রোভাইডাররা ফারমার্স প্রডিউসার কোম্পানি গঠন করে কাজ করছে। রাজ্যে এই ধরনের চল্লিশটি এফ পিসি বা ফারমাস প্রডিউসার কোম্পানি গঠন করা হয়েছে। এর মধ্যে ত্রিশটি এফ পিসিকে গাড়ি প্রদান করা হয়েছে ।এবছর আরো চারটি গাড়ি দেওয়া হবে ।এই গাড়ি এদিন প্রদান করা হয় ।এই উপলক্ষে এডিনগরের কৃষি কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ ।তিনি এই পিকআপ ভ্যানগুলির চাবি সংশ্লিষ্টদের হাতে তুলে দেন ।এই প্রসঙ্গে কৃষিমন্ত্রী রতনলাল নাথ জানান, কৃষকদের উৎপাদিত ফসল যদি বাজারে পৌঁছানো না যায় তবে কোন লাভ নেই। তাই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এদিন কৃষিমন্ত্রী জানান, এবছর রাজ্যের কুইন অ্যাপেল জার্মানিতে গেছে ।সে দেশে রাজ্যের ধন্যে মরিচ, আদা এবং হলুদের প্রচুর চাহিদা রয়েছে ।চাহিদা রয়েছে রাজ্যের সুগন্ধি চালের ।সংশ্লিষ্ট ফসল ফলানোর জন্য কৃষকদের প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে।