Tuesday, November 12, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই জেলাশাসকের হাত ধরে উদ্বোধন হলো স্মার্ট গ্যারেজের খোয়াই মহাদেব টিলা এলাকায়...

খোয়াই জেলাশাসকের হাত ধরে উদ্বোধন হলো স্মার্ট গ্যারেজের খোয়াই মহাদেব টিলা এলাকায় ।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৩শে সেপ্টেম্বর……অবশেষে খোয়াই জেলাশাসক চাঁদনী চন্দ্রনের হাত ধরে উদ্বোধন হলো স্মার্ট গ্যারেজ নামক বাইক স্কুটি সার্ভিসিং সেন্টারের খোয়াই মধ্য গনকি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জাতীয় সড়কের ট্রাই জংশন মহাদেব টিলা এলাকায় । এই দিন ফিতা কেটে স্মার্ট গ্যারেজের উদ্বোধন করেন জেলাশাসক চান্দনি চন্দ্রন এবং গ্যারেজটি পরিদর্শন করেন ।এবং এই গ্যারেজের মালিক অভিজিৎ ধরকে এই ধরনের স্মার্ট গ্যারেজ উদ্বোধন করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানান ।অন্যদিকে এই স্মার্ট গ্যারেজের কর্ণধার অভিজিৎ ধর জানান তিনি অনেকদিন ধরে ইউটিউব চ্যানেল এবং ইন্টারনেট ঘেঁটে স্মার্ট গ্যারেজের সন্ধান পান । এবং অবশেষ স্মার্ট গ্যারেজের প্রবক্তাদের সাথে কথাবার্তা বলে অবশেষে খোয়াইতে এই গ্যারেজের উদ্বোধন করেন । তিনি এও জানান সারা রাজ্য জুড়ে স্মার্ট গ্যারেজের দুটি সেন্টার রয়েছে একটি কৈলা শহর অন্যটি মোহনপুর ব্লকের অন্তর্গত হেজা মারা এলাকাতে এবং তৃতীয় স্মার্ট গ্যারেজটির উদ্বোধন হলো খোয়াই মহাদেব টিলা এলাকায় । এই গেরেজে সব ধরনের বাইক এবং স্কুটির মেরামতের কাজ করা হবে অল্প খরচে ।পাশাপাশি জেনুইন পার্স রয়েছে তাদের কাছে এই পার্সগুলি দিয়ে সঠিক সার্ভিসিং এর ব্যবস্থা রয়েছে । তাদের ন্যূনতম সার্ভিসিং চার্জ ৯৯ টাকা ১০০ সিসি বাইকের জন্য। বাইকের সিসি যত বাড়বে তাদের সার্ভিসিং চার্জ একটু বেড়ে যাবে । এবং অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে এবং অভিজ্ঞ মেকানিক রয়েছে তাদের কাছে যারা এই সার্ভিস দিয়ে থাকেন ।তার জন্য এই স্মার্ট গ্যারেজের কর্ণধার অভিজিৎ ধর সমস্ত থোয়াই বাসীর কাছে আহ্বান রাখেন যে সমস্ত বাইক ও স্কুটি চালকরা বিভিন্ন জায়গায় তাদের বাইক ও স্কুটিগুলিকে সার্ভিসিং করিয়ে থাকেন এর পরিবর্তে এই স্মার্ট গ্যারেজে একবার সার্ভিসিং করিয়ে নেওয়ার জন্য যাতে করে তুল্য মূল্য বিচার করা যায়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য