Saturday, December 21, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই সোনাতলা ও খোয়াই সহর সংলগ্ন বি পি সি পাড়াতে দুটি স্থানে...

খোয়াই সোনাতলা ও খোয়াই সহর সংলগ্ন বি পি সি পাড়াতে দুটি স্থানে অগ্নিসংযোগের কারণ তিনটি বসত বাড়ি পুড়ে ছাই ।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৩ শে সেপ্টেম্বর… সোমবার খোয়াই মহাকুমা এলাকায় দুই স্থানে আগুন লাগার কারণে তিনটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায় । ঘটনার বিবরণে জানা যায় খোয়াই পূর্ব সোনাতলা বাসুদেব বাড়ি এলাকার বাসিন্দা সপ্না দেবনাথ নামে মহিলার বাড়িতে সোমবার সকাল ১১টা নাগাদ এলপিজি সিলিন্ডার থেকে আগুনের উৎপত্তি। এই আগুনের লেলিহান শিখা আস্তে আস্তে সারা বাড়ি ছড়িয়ে। এই আগুনের ভয়াবহতা এতটাই ছিল অগ্নি নির্বাহ দপ্তরের কর্মীরা সংশ্লিষ্ট এলাকায় পৌঁছানোর আগেই আগুনের লেলিহান শিখা সমস্ত বাড়িতে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী আপ্রাণ চেষ্টা করেছিল আগুন নিয়ন্ত্রণে আনার। জানা যায় সোনাতলা নিবাসী সপ্না দেবনাথের বাড়িতে ঠাকুরের অনুষ্ঠান ছিল। এলাকা সূত্রে জানা যায় স্বপ্না দেবনাথের বাড়িতে কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লক্ষ টাকা। ঠিক একই রকম ভাবে খোয়াই টাউন গনকি বিপিসি পাড়াতে এলাকার প্রবীণ ব্যক্তিত্ব রজত চৌধুরী ও মিহির চৌধুরীর বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি বসতঘর সহ বাড়ির সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই যায়। ঘটনার বিবরণে জানা যায় সোমবার দুপুর ১টা নাগাদ প্রবীণ নাগরিক রজত চৌধুরী ওনার ঘরে টিভি দেখছিলেন হঠাৎ করে টিভিতে কোন একটি শব্দ হয় সাথে সাথে চৌধুরী বাবু টিভির সুইচ বন্ধ করে দেয় এর পর তিনি বাথরুমে চলে যান। কিছুক্ষণ পর ঘর থেকে প্রচন্ড ধোঁয়া বের হতে থাকে এই বিষয়টি স্থানীয় লোকজন প্রত্যক্ষ করেন এবং চিৎকার চেঁচামেচি শুরু করেন। এই চিৎকার চেঁচামেচিতে স্থানীয় এলাকার জনগণ জড়ো হতে থাকেন এবং সাথে সাথে অগ্নি নির্বাপক দপ্তরকে খবর দেন। কিন্তু অগ্নি নির্বাহ দপ্তর ততক্ষণে পৌঁছতে পারিনি কারণ দপ্তরের কর্মীরা তখন সোনাতলা এলাকায় স্বপ্না দেবনাথের বাড়িতে আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যস্ত ছিলেন। তারপরও দফতরের কর্মীরা খুব দ্রুততার সঙ্গে প্রথমে একটি গাড়ি পাঠান এবং চেষ্টা চালান পরবর্তীতে অগ্নি নির্বাহ দপ্তরের অন্যান্য গাড়ি গুলি চলে আসেন ঘটনাস্থলে। এই কিছুক্ষণের মধ্যে আগুনে রজত চৌধুরী এবং মিহির চৌধুরী একই বাড়িতে দুই ভাইয়ের বসতঘর প্রায় ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল ।একেত প্রচন্ড দাবদাহে সারা রাজ্য জ্বলছে অন্যদিকে এত পরিমাণ তাপমাত্রার কারণে সমস্ত জিনিস পত্র শুকিয়ে কাঠ তার মধ্যে এই আগুনের লেলিহান শিখা এই দাবদাহের কারণে আরো বেড়ে যায় । এর পরে দপ্তরের কর্মীরা আপ্রাণ চেষ্ট করছিল আগুন নিয়ন্ত্রণ করার জন্য পাশাপাশি স্থানীয় জনগণ , খোয়াই দশরথ দেব মেমোরিয়াল কলেজের ছাত্ররা অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের ব্যাপক সাহায্য সহযোগিতা করেছেন আগুন নিয়ন্ত্রণে আনতে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় খোয়াই এর বনেদী এলাকা এই বিপিসি পাড়া যথারীতি এই এলাকাটি খুব ঘনবসতি এলাকা। নির্দিষ্ট সময় অগ্নি নির্বাহ দপ্তরের কর্মীরা যদি না আসতো তাহলে এলাকায় আরো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়ে যেত।এই ঘটনার খবর পেয়ে খোয়াই এর স্থানীয় নেতৃত্ব সুব্রত মজুমদার সংশ্লিষ্ট এলাকার বুথ সভাপতি রঞ্জিত গোপ এবং খোয়াই বিধানসভা কেন্দ্রের বিধায়ক নির্মল বিশ্বাস ঘটনাস্থলে উপস্থিত হয়ে সমস্ত বিষয়টি পরিদর্শন করেন। সবচেয়ে লক্ষণীয় বিষয় প্রবীণ নাগরিক রজত চৌধুরী এবং উনার বয়স্ক স্ত্রী এখানে থাকেন। উনার মেয়েরা বিবাহ সূত্রে খোয়াই এর বাইরে থাকেন। ক্ষয়ক্ষতির পরিমান কয়েক লক্ষাধিক টাকা বলে ধারণা করা হচ্ছে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fifteen − eleven =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য