খোয়াই প্রতিনিধি ১৩ ই সেপ্টেম্বর… প্রয়াত সি পি আই এম দলের সর্বভারতীয় সম্পাদক সীতারাম ইয়েচুরির প্রয়াণে শুক্রবার দুপুরে খোয়াই এর সি পি আই এম দলের সর্বস্তরের নেতা, কর্মী ও সমর্থকেরা হাঁটলেন মৌন মিছিলে ।শুক্রবার দুপুরে মৌন মিছিলে হাঁটলেন আর সুগভীর শ্রদ্ধা জানালেন তাদের প্রয়াত নেতাকে। সি পি আই এম এর খোয়াই মহকুমা কার্য্যালয়ে কর্মী সমর্থকরা উপস্থিত হয়ে এই দিন বেলা এগারোটা থেকে নেতা , কর্মী ও সমর্থকেরা জড়ো হতে থাকেন। মহকুমা শহর ও শহরতলী সহ বিভিন্ন জনপদ থেকে কর্মী সমর্থকরা ছুটে আসেন পার্টি অফিসে প্রয়াত নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে। এই দিন বেলা বারোটায় পার্টির মহকুমা কার্য্যালয়ে শুরু হয় প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানোর নির্ধারিত কর্মসূচী।ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপস্থিত দলের সবাই।প্রথমেই সীতারাম ইয়েচুরির প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান সি পি আই এম এর জেলা সম্পাদক রঞ্জিত দেববর্মা।এরপর শ্রদ্ধা জানান পার্টির মহকুমা সম্পাদক পদ্ম কুমার দেববর্মা। সি পি আই এম এর রাজ্য কমিটির সদস্য নির্মল বিশ্বাস, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য আলয় রায় , সুখেন্দু বিকাশ দে, মহকুমা সম্পাদকমণ্ডলীর সদস্য নন্দলাল দেববর্মা, বিদ্যাচরণ দেববর্মা সহ পার্টির বিভিন্ন অঞ্চলের সম্পাদকগণ সহ সেখানে উপস্থিত ছিলেন মহকুমা কমিটির সদস্যরা ও সেখানে শোক প্রস্তাব পাঠ করেন অতনু দত্ত। শ্রদ্ধাঞ্জল কর্মসূচির পর সিপিআইএম মহকুমা কার্য্যালয় থেকে বের হয় এক মৌন মিছিল মৃত্যুকালে প্রয়াত নেতার বয়স হয়েছিল ৭২ বছর।সেই বয়সের প্রতীক হিসেবে ছিল বাহাত্তরটি অর্ধনিমিত লাল পতাকা।এগুলো ছিল বাহাত্তরজন পার্টিকর্মীর হাতে হাতে এবং সবার বুকে ছিল প্রয়াত নেতার ছবি। মৌন মিছিলটি কবিগুরু পার্কের রবীন্দ্র মূর্তির পাদদেশ থেকে শুরু হয়ে বনকর, নতুন টাউন হল কমপ্লেক্স, রঞ্জন রায় সেতু, ভগিনী নিবেদিতা পার্ক হয়ে নৃপেন চক্রবর্তী অ্যাভেনিউ হয়ে জেলা শহরের প্রাণকেন্দ্র সুভাষপার্ক বাজার ও কোহিনূর শপিং কমপ্লেক্সের ওপর দিয়ে গিয়ে স্বামী বিবেকানন্দ সরণী ঘুরে সি পি আই এম এর সুভাষপার্ক অঞ্চল কমিটির কার্য্যালয়ে এসে মিছিলটি সমাপ্ত হয়।