Monday, September 9, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদবিদ্যালয় পরিদর্শকের সহযোগিতায় খোয়াই পুরাতন টাউন হলে পালিত হলো ৬৩ তম শিক্ষক...

বিদ্যালয় পরিদর্শকের সহযোগিতায় খোয়াই পুরাতন টাউন হলে পালিত হলো ৬৩ তম শিক্ষক দিবস ।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৫ই সেপ্টেম্বর….. সারা দেশের সাথে সঙ্গ দিয়ে বৃহস্পতিবার খোয়াই পুরাতন টাউন হলে পালিত হল ৬৩ তম শিক্ষক দিবস। এই দিবসকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ খোয়াই পুরাতন টাউন হলে মহকুমার তিনটি বিদ্যালয় পরিদর্শকের সহযোগিতায় পালিত হলো ৬৩ তম শিক্ষক দিবস অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই, তুলা শিখর ও পদ্মবিল এলাকার আই এস প্রবীণ দেববর্মা ,বিজয় দেববর্মা ও শচীন্দ্র দেববর্মা খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা সুব্রত মজুমদার অবসরপ্রাপ্ত শিক্ষিকা আলোয় ভট্টাচার্য । এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষিকারা । এই দিন অনুষ্ঠান উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন সুব্রত মজুমদার। উদ্বোধক সহ অন্যান্য অতিথিরা প্রদীপ প্রজননের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন । এরপর ডঃ সর্ব পল্লী রাধা কৃষ্ণন এর প্রতিকৃতিতে প্রদীপ জ্বালিয়ে পুষ্পার্ঘ দান করেন উপস্থিত সমস্ত অতিথিরা । এছাড়া এই দিন অনুষ্ঠানের মঞ্চে সদ্য অবসরপ্রাপ্ত তেইশ জন শিক্ষককে অনুষ্ঠানের মঞ্চে বসিয়ে ফুলের তোড়া উত্তরীয় ও মানপত্র দিয়ে সংবর্ধনা দেওয়া হয় । শেষে ৬৩ তম শিক্ষক দিবস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই দিন অনুষ্ঠানের উদ্বোধক সুব্রত মজুমদার বলেন মানব সম্পদ ও মানব জীবনের সঠিক পথ দেখানোর রাস্তাটা তৈরি করে দেন শিক্ষক শিক্ষিকারা। তাইতো ডঃ সর্ব পল্লী রাধা কৃষ্ণণ এর জন্ম দিবসকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় প্রতিবছর । ডঃ সর্ব পল্লী রাধা কৃষ্ণাণ যেমন একা ধারে ছিলেন একজন শিক্ষক রাজনীতি বিদ ও দার্শনিক, তমনই তিনি আমাদের সমাজকে যেভাবে প্রেরণা দিয়ে গেছেন এবং ছাত্র সমাজকে অনুপ্রেরণা যুগিয়েছে পাশাপাশি দেশকে যেভাবে নেতৃত্ব দিয়েছেন এই ধরনের বিরল ব্যক্তিত্বের মানুষ এই পৃথিবীতে খুবই কম জন্মগ্রহণ করে । শুধু ভারতবর্ষেই নয় এই ধরনের মানুষ সারা পৃথিবীতেই কম জন্মগ্রহণ করেছেন ।তাই ওনার জন্ম দিনটিকে শিক্ষক দিবস হিসেবে প্রতিবছর পালন করা হচ্ছে ।প্রত্যেকটা শিশু জন্মের পর তার প্রথম গুরু মাতা ,পিতা এরপর তাকে পাঠানো হয় স্কুল শিক্ষায় । সেখানে তাদেরকে সামাজিক শিক্ষায় শিক্ষিত করেতে শিক্ষকরা এবং একজন প্রকৃত মানুষ হিসেবে বানিয়ে তুলতে শিক্ষকদের অবদান খুবই অপরিহার্য । তাইতো স্কুলের ছাত্র-ছাত্রীরা যাতে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে পারে সেদিকে শিক্ষকরা সর্বদা নিজের শ্রেষ্ঠ টাই ছাত্র-ছাত্রীদের মধ্যে বিলিয়ে থাকে । তাই শিক্ষকদের সর্বদা সম্মান করা উচিত কারণ শিক্ষকরাই হচ্ছে সমাজে মেরুদন্ড । সমাজে যদি শিক্ষকরাই না থাকে তাহলে ভালো সমাজ তৈরি হবে না। আর ভালো শিক্ষার্থীরাই ভালো একটি সমাজ তৈরি করবে। তাই এই শিক্ষক দিবসে এবং সমাজের সমস্ত শিক্ষকদের সম্মান করে চলা আমাদের প্রত্যেক নাগরিকের কর্তব্য বলে মনে করেন সুব্রত মজুমদার । এইদিন মহান দিবসে মহকুমা ভিত্তিক শিক্ষক দিবস অনুষ্ঠানে মহকুমা এলাকার বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 × 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য