Monday, September 9, 2024
বাড়িখবররাজ্যপাশ করানোর দাবিতে এমবিবি কলেজের সামনে ছাত্রছাত্রীদের বিক্ষোভ প্রদর্শন

পাশ করানোর দাবিতে এমবিবি কলেজের সামনে ছাত্রছাত্রীদের বিক্ষোভ প্রদর্শন

এম বি বি ও বি বি এম সি কলেজের প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের মধ্যে ৮০ শতাংশ অকৃতকার্য হয়েছে, তারই প্রতিবাদে বৃহস্পতিবার এমবিবি কলেজের সামনে বিক্ষোভে মিলিত হন ছাত্রছাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী। ঘটনা প্রসঙ্গে আন্দোলনরত এক ছাত্র জানান, সম্প্রতি বীর বিক্রম মেমোরিয়াল কলেজ ও এমবিবি কলেজের প্রথম বর্ষের পরীক্ষা নেওয়া হয়েছিল। তাদের পরীক্ষা ভালোও হয়েছিল। কিন্তু ফল প্রকাশের পর দেখা গিয়েছে কলেজের কলা বিভাগের প্রথমবর্ষের প্রায় ৮০ শতাংশ পড়ুয়া অকৃতকার্য হয়েছে।তারই প্রতিবাদে তাদের এই বিক্ষোভে বলে। তাছাড়া তারা এবিষয়ে এমবিবি বিশ্ববিদ্যালয়ের কতৃর্পক্ষের সাথে কথা বলতে চাইলে , তাঁদের সাথে দেখা করে নি কর্তৃপক্ষ। তাই বাধ্য হয়ে বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে সবাইকে একসাথে উত্তীর্ণ করার দাবি জানায় ছাত্রছাত্রীরা ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

seven + two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য