Saturday, September 14, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদতেলিয়ামুড়া ২২ গড়িয়া এলাকায় বৃষ্টির জল কমলেও ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্তনাদ হচ্ছে তীব্রতর

তেলিয়ামুড়া ২২ গড়িয়া এলাকায় বৃষ্টির জল কমলেও ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্তনাদ হচ্ছে তীব্রতর

তেলিয়ামুড়া মহকুমা জুড়ে বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও বন্যা জনিত পরিস্থিতি প্রায় একই রকম। যদিও সংশ্লিষ্ট সংবাদ পরিবেশন পর্যন্ত বিভিন্ন জায়গার জল অল্প অল্প করে কমতে শুরু করেছে এবং খোয়াই নদীর জলও কিছুটা কমার দিকে। একদিকে জল কমছে, আরেক দিকে বিভিন্ন জায়গার ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্তনাদ ক্রমান্বয়ে তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এরকমই একটা এলাকা হচ্ছে তেলিয়ামুড়া শহর লাগুয়া কৃষি প্রধান বাইশ গড়িয়া এলাকা। এবারের বন্যা জনিত পরিস্থিতি গোটা ২২ গড়িয়া কৃষিকে রীতিমতো বিপর্যস্ত করে দিয়েছে বিশেষ করে নদী লাগুয়া যে সমস্ত কৃষকরা ছিলেন তারা রীতিমতো দিশেহারা। একাধিক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন, এর মধ্যে আমরা কথা বলেছিলাম উত্তম নম দাস ,রঞ্জিত দাস প্রমুখ কৃষক দের সাথে। ক্ষতিগ্রস্ত কৃষকদের খোলাখুলি বক্তব্য হচ্ছে যেভাবে তাদের কৃষি জমি নষ্ট হয়েছে , বা যেভাবে কৃষি জমির মধ্যে একাধিক স্তরে পলি বা বালু জমেছে তারপরে প্রেক্ষিতে আগামী দিনে তারা এই জমিতে আদৌ আর কৃষি কাজ করতে পারবেন কিনা, তা যথেষ্ট প্রশ্ন চিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে। এদিকে একাংশ কৃষকের বক্তব্য হচ্ছে তাদেরই পরিণতির জন্য পুর পরিষদ সহ প্রশাসনের ভূমিকা দায়ী। তাদের অভিযোগ হচ্ছে সংশ্লিষ্ট এলাকায় খোয়াই নদীর উপর একটা ট্যাংক তৈরি করা হয়েছিল এবং এই ট্যাংকের পরিপ্রেক্ষিতে অবৈজ্ঞানিকভাবে হানা বসানো হয়েছিল এবং হানা গুলো এতটাই গভীরভাবে বসানো হয়েছিল যে, এবার জল বাড়ার সাথে সাথে জল এই হানাতে বাধা প্রাপ্ত হয়ে সরাসরি কৃষি জমিতে ঢুকে গিয়ে তাদের এই পরিণতি। তাদের আরো দাবি হচ্ছে হানা বসিয়েছিল ঠিক, কিন্তু যদি বর্ষা মরসুমের শুরুতেই হানা গুলো উঠিয়ে ফেলত তাহলে হয়তো তাদের এই ক্ষতি হতো না।
এদিকে বর্তমানে ক্ষতিগ্রস্ত কৃষকরা তাকিয়ে রয়েছে প্রশাসনের সাহায্য সহযোগিতার দিকে। তারা দাবি করছে যদি প্রশাসন যথাযথভাবে তাদেরকে সাহায্য সহযোগিতা করে তাহলে হয়তোবা তারা কোনক্রমে আগামী দিনে সংশ্লিষ্ট ক্ষতিগ্রস্ত কৃষি জমি গুলোকে পুনরায় চাষযোগ্য করে তুলতে পারবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

thirteen − 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য