তেলিয়ামুড়া প্রতিনিধিঃ–
জানা যায় শুক্রবার ভোরের দিকে কে বা কাহারা কমলনগর এলাকার চার চার জন কৃষকের কৃষি খেত কেটে নষ্ট করে দেয়। ফলে মাথায় হাত কৃষকদের। কৃষকদের উৎপাদিত কৃষিজ ফসল পটল, বেগুন, লতছিম ইত্যাদি সব্জি নষ্ট হয়ে যায়।
এদিকে এক অসহায় কৃষকের বক্তব্য,, ১৫ বছর ধরে তারা এই এলাকায় চাষাবাদ করলেও এরকম ক্ষতির মুখ তাদের এর আগে আর দেখতে হয়নি। তবে তাদের প্রাথমিক ধারণা এলাকার এক ব্যাক্তির সঙ্গে পূর্ব শত্রুতার জের ধরেই এই ব্যাক্তি এই ঘটনা ঘটিয়েছে। ওই কৃষকের বক্তব্য,, টাকার বিনিময়ে আজ থেকে দু তিন বছর পূর্বে তাদের কৃষি ক্ষেত এলাকার এক ব্যাক্তির নিকট বন্ধক দেওয়ার পর বিগত তিন চার মাস পূর্বে সেই টাকা পরিশোধ করে এবং নিজেদের কৃষি জমি ফেরত নেয়। এরপর থেকেই ওই ব্যাক্তির সঙ্গে কৃষকের পরিবারের ঠান্ডা যুদ্ধ লেগেই ছিল। হয়তোবা এই ঘটনার জের ধরেই উক্ত ঘটনাটি সংঘটিত করেছে বলে তাদের প্রাথমিক অনুমান। যদিও পরবর্তীতে ক্ষতিগ্রস্তদের তরফ থেকে তেলিয়ামুড়া থানায় এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ জানানো হয়। অভিযোগ হাতে পেয়ে ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দেয় তেলিয়ামুড়া থানার পুলিশ।।
দুষ্কৃতীদের আক্রমণে সর্বস্বান্ত একই এলাকার চার কৃষক। উক্ত ঘটনাটি সংগঠিত হয়েছে তেলিয়ামুড়া মহকুমার কমলনগর এলাকায়।
RELATED ARTICLES



