বাসুদেব ভট্টাচার্জী খোয়াই ১৪ই আগস্ট …… বুধবার সকাল ১১ ঘটিকায় খোয়াই রামচন্দ্র ঘাট চৌমুহনী এলাকায় অনুষ্ঠিত হয় হার ঘড় তেরঙ্গা কর্মসূচি। এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, বিধায়ক পিনাকী দাস চৌধুরী , রামচন্দ্র ঘাট বিধানসভা কেন্দ্রর বিধায়ক রঞ্জিত দেববর্মা জেলাশাসক চান্দনি চন্দ্রন মহকুমা শাসক মেঘা জৈন রামচন্দ্র ঘাট এলাকার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা ও মন্ডল কার্যকর্তা ও অন্যান্যরা । এই দিন হাড় ঘর তিরঙ্গা এই কর্মসূচিক কেন্দ্র করে সমস্ত অতিথিরা রামচন্দ্র ঘাট এলাকার বিভিন্ন পথ জাতীয় পতাকা নিয়ে প্রচার অভিযান করেন শেষে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন ১৯৪৭ সালের ১৫ ই আগস্ট ভারতবর্ষের স্বাধীন হয়েছিল জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এরপর থেকে ক্রমান্বয়ে আজ পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলন করা হচ্ছে ২০২২ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের জনগণের কাছে আহ্বান করেছিলেন যারা দেশের স্বাধীনতা আনতে গিয়ে দেশের জন্য আত্ম বলিদান দিয়েছিলেন এবং দেশের অখন্ডতা রক্ষার জন্য দেশকে চক্রান্ত কারীদের হাত থেকে বাঁচাতে গিয়ে দেশের যেসব সেনা বাহিনীরা যেমন সীমান্ত বাহিনী আসাম রাইফেল সিআরপিএফ পুলিশ সহ সমস্ত ধরনের সেনারা দেশের বিরুদ্ধে চক্রান্তকারীদের খতম করতে ও তাদের প্রতিহত করতে প্রাণ দিয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে প্রধানমন্ত্রীর এই কর্মসূচির অঙ্গ হিসেবে আগামী ১৩-১৪-১৫ ই আগস্ট এই তিন দিন ব্যাপী এক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে যে দেশের প্রতিটি ঘরে ঘরে জাতীয় পতাকা উত্তোলন করা হবে মুখ্যমন্ত্রী মানিক সাহা এও বলেন দেশ স্বাধীন এবং জাতীয় পতাকা উত্তলন করতে গিয়ে দেশের জন্য যে কত মানুষ প্রাণ দিয়েছে তার কোন হিসেব নেই তাই তাদেরকে মনে রাখা খুবই জরুরী পাশাপাশি দেশের এই ইতিহাসকে কেউ ভুললে চলবে না যারা নিজেদের কথা চিন্তা না করে দেশের মাটির জন্য রক্ত দিয়েছে তাদেরকে ভুলে গেলে চলবে না তাদেরকে শ্রদ্ধার সহিত স্মরণ করতে হবে তাতে করে দেশের প্রতি দেশাত্মবোধের ভাবনাটা জাগবে, সবার প্রতি হর ঘর তিরঙ্গা এই কর্মসূচি হাতে নিয়েছে সরকার । মাননীয় মুখ্যমন্ত্রী আগামী কাল ৭৮তম স্বাধীনতা দিবস সম্মানের সহিত উদযাপন করার আহ্বান রাখেন এবং সবার যেন নিজ নিজ বাড়ি ঘরে ওই দিন জাতীয় পতাকা উত্তোলন করে সেই আহ্বান রাখেন অনুষ্ঠানের মন্ত্র থেকে ।