তেলিয়ামুড়া প্রতিনিধি :-
সাত সকালে যুবকের ঝুলন্ত মৃত দেহ উদ্ধারে এলাকাজুড়ে চাঞ্চল্য। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন করইলং এলাকায় তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ের মাঠের পাশে। ঘটনার বিবরণে জানাযায় এলাকার বাসিন্দা সন্তোষ দেবনাথের ২০ বছর বয়সী ভাগিনা প্রশান্ত দাস গলায় গামছা দিয়ে আত্ম হত্যা করে শুক্রবার রাতে বা শনিবার ভোর রাতে। শনিবার সকালে প্রাত: ভ্রমণ কারিদের নজরে পরে ঝুলন্ত দেহ। খবর পেয়ে তার মামার বাড়ির লোকজন ছুটে আসে ঘটনাস্থলে । পরিবার সূত্রে জানাযায় মৃত প্রশান্ত দাস তার করইলং স্থিত মামার বাড়িতে থাকত । পিতা সঞ্জু দাস দীর্ঘ বছর ধরে নিখোঁজ । সে কোন এক মাংসের দোকানে কাজ করত বলে জানায় তার মামা। গতকাল রাতে সে অন্যান্য দিনের মতই স্বাভাবিক ছিল। কোন এক বাড়িতে পদ্মাপোড়ান অনুষ্ঠানেও অংশ গ্রহন করে। পরে রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। রাতেই কোন এক সময় হয়তো এই ঘটনা সংঘটিত করেছে বলে ধারনা করা হচ্ছে।পরে তেলিয়ামুড়া থানার পুলিশ এসে পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঝুলন্ত দেহ উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে মর্গে নিয়েযায়। ঘটনার কারন এখনো জানা যায়নি পুলিশি তদন্তে আসল কারন বেড়িয়ে আসবে বলেই ধারণা । এদিক ময়না তদন্তের পর পরিবারের সদস্যদের হাতে দেহ তুলে দেওয়া হবে বলে জানায় পুলিশ ।


 
                                    
