বাসুদেব ভট্টাচার্যী খোয়াই২৬ শে জুন…..আবার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত তিন মৃত এক বুধবার রাত আটটা নাগাদ খোয়াই চাম্পা হওয়ার বাজার এলাকায়।দেখা যাচ্ছে বেশ কিছুদিন ধরে খোয়াই মহকুমা জুড়ে সড়ক দুর্ঘটনার লাগাম টানা কিছুতেই সম্ভব হচ্ছে না। প্রতিদিন খোয়াই মহকুমার কোথাও না কোথাও সড়ক দুর্ঘটনা ঘটে চলেছে এমনই একটি সড়ক দুর্ঘটনা ঘটে বুধবার রাতে প্রায় আটটা নাগাদ খোয়াই মহকুমা এলাকার চাম্পাহাওর থানা ধিন বাজার সংলগ্ন এলাকাতে। ঘটনার বিবরণ দিয়ে প্রত্যক্ষদর্শীরা জানায় টি আর 0 ডি 0265 নম্বরের একটি আলটো গাড়ি খোয়াই থেকে চাম্পাহাওর বাজারের দিকে যাচ্ছিল ওপর দিক থেকে একটি স্কুটি করে তিনজন দ্রুত গতিতে খোয়াইয়ের দিকে আসছিল এবং চম্পাহওয়ার বাজার সংলগ্ন এলাকায় সজুড়ে মুখোমুখি সংঘর্ষ হয় তাতে ঘটনাস্থলে গুরুতর আহত হয় চারজন এরমধ্যে ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের।এই ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকা উত্তপ্ত হয়ে যায় উত্তেজিত জনতা গাড়ি ভাঙচুর করেন এবং পরবর্তীতে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনবার চেষ্টা করেন। এই ঘটনা সাথে সাথে অগ্নি নির্বাহ দপ্তরের কর্মীরা আহত এবং মৃত সকলকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসকরা সাকলামা দেববর্মা ১৩ পিতা সুবীর দেববর্মা বাড়ি ফুলতলী কে মৃত বলে ঘোষণা করেন। গাড়ির ড্রাইভার সহ বাকি তিনজনের মধ্যে দুইজনকে প্রাথমিক চিকিৎসা করার পর সঙ্গে সঙ্গে আগরতলা জিবিতে পাঠান এরা হলেন বিচিত্র দেববর্মা ৩২ পিতা বিশ্ব কুমার দেববর্মা বাড়ি ফুলতলী অপরজন প্রিয় কিষান দেববর্মা ২৪ পিতা যুগল দেববর্মা, বাড়ি ফুলতলী এবং অপরজন অর্থাৎ আলটু গাড়ি ড্রাইভার তমাল দাস ২৩ পিতা তপন দাস বাড়ি চাম্পা হাওর খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসা চলছে যদিও আশঙ্কাজনক অবস্থায় আছে বাড়ির লোক না আসায় তাকে জীবিতে রেফার করা সম্ভব হচ্ছে না। এই ঘটনায় সংশ্লিষ্ট গোটা এলাকা অনেকটাই উত্তপ্ত হয়ে আছে। পুলিশ সমস্ত ঘটনা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন। এবার প্রশ্ন হল খোয়াই মহকুমা জুড়ে প্রতিদিন সড়ক দুর্ঘটনা ঘটে চলেছে ট্রাফিক ইউনিট ও পুলিশ প্রশাসন যানবাহনে গতি নিয়ন্ত্রণের বিষয়ে সেই রকম কোন পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যায় না ট্রাফিক বাবুরা যানবাহনে কাগজপত্র চেকিং এ অনেকটাই ব্যস্ত থাকতে লক্ষ্য করা যায় সেই পরিমাণে যানবাহনে গতি নিয়ন্ত্রণে পদক্ষেপ গ্রহণে লক্ষ্য দেয় না বলে খোয়াই এর শুভবুদ্ধি সম্পন্ন জনগণের অভিমত। আগামী দিনে এই সমস্ত সড়ক দুর্ঘটনা রোধ করতে খোয়াই ট্রাফিক ইউনিটের ও পুলিশ প্রশাসনের অবশ্যই অবশ্যই কাগজপত্র চেকিং এর পাশাপাশি যানবাহনের গতি নিয়ন্ত্রণের বিষয়টা গুরুত্বের সঙ্গে লক্ষ্য করা একান্ত জরুরি বলে খোয়াইয়ের শুভবুদ্ধি সম্পন্ন জনগণের দাবি। অন্যদিকে খবর লেখা অব্দি রাত ৯:১৫ মিনিট নাগদ খবর পাওয়া যায় জিবিতে যে দুজনকে রেফার করা হয়েছে সেই দুজন জিবি যাওয়ার পথে বাইজাল বাড়ি এলাকায় মারা যায় বল একটি খবর আসে।