Wednesday, October 16, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদদশম আন্তর্জাতিক যোগা দিবসকে সামনে রেখে খোয়াই জেলা হাসপাতালের উদ্যোগে পালিত হলো...

দশম আন্তর্জাতিক যোগা দিবসকে সামনে রেখে খোয়াই জেলা হাসপাতালের উদ্যোগে পালিত হলো যোগা দিবস

খোয়াই প্রতিনিধি ২১শে জুন…….একুশে জুন ২০০৪ সালে এই দিনটিকে আন্তর্জাতিক যোগা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয় তাতে করে যোগা দিবস টি বর্তমানে দশম বছরে পা দিয়েছে।এই দশম আন্তর্জাতিক যোগা দিবসকে সামনে রেখে শুক্রবার সকাল ১১ টায় খোয়াই জেলা হাসপাতালের উদ্যোগে হাসপাতালে নতুন ভবনে এক যোগ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় ।উক্ত শিবিরে উপস্থিত ছিলেন খোয়াই জেলা স্বাস্থ্য অধিকারিক নির্মল সরকার,মেডিকেল সুপার মৃদুল দাস,জেলা হাসপাতালের কর্মরত বিভিন্ন চিকিৎসক,সেবিকা, অঙ্গনারী কর্মী,হাসপাতালের সিকিউরিটি গার্ড সহ বিভিন্ন কর্মীরা এই যোগা কর্মশালায় অংশগ্রহণ করে।।এই দিন যোগা কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মনোজিৎ শীল তিনি বিভিন্ন ধরনের যোগা কিভাবে করতে হয় তার ওপর প্রশিক্ষণ দেন, প্রায় এক ঘন্টা এই প্রশিক্ষণ শিবিরটি চলে।শেষে খোয়াই জেলার হাসপাতালের মেডিকেল সুপার,ও জেলা স্বাস্থ্য আধিকারিক যোগা করার প্রসঙ্গিকতা নিয়ে আলোচনা করে এবং বলেন যোগার মাধ্যমে বিভিন্ন রোগের হাত থেকে মুক্তি পাওয়া যায় বিশেষ করে কিছু কিছু ক্রনিক রোগ আছে যা যোগার মাধ্যমে যেকোনো রোগী ভালো হয়ে উঠতে পারে তাই খোয়াই জেলা হাসপাতালের যোগা সেন্টারে এসে যোগা প্রশিক্ষণ নিয়ে যাওয়ার জন্য হাসপাতালে কর্তৃ পক্ষরা খোয়াই বাসীর কাছে আবেদন করেন ।যারা ইচ্ছুক যোগা করার জন্য তাদেরকে জেলা হাসপাতালের আধিকারিকদের সাথে যোগাযোগ করলে যোগা করার ব্যবস্থা করে দেবে বলে জানিয়েছেন। খোয়াইয়ের শুভবুদ্ধি সম্পন্ন জনগণ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। কিন্তু শুধুমাত্র স্বাস্থ্যকর্মী এবং স্বাস্থ্য আধিকারিকরা যোগা দিবস উদযাপন করল, সাধারণ জনগণ এর মধ্যে নিয়মিত যোগা করার যে প্রচেষ্টা সেই দায়িত্ব কে গ্রহণ করবে এই বিষয়ে খোয়াইয়ের শুভবুদ্ধি সম্পন্ন জনগণ মহকুমা স্বাস্থ্য আধিকারিক এর কাছে জিজ্ঞাসা রয়েই গেল।

বাসুদে ভট্টাচার্যী খোয়াই।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য