চন্দ্রপুর আইএসবিটি বাস স্ট্যান্ড থেকে তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে পূর্ব থানার পুলিশ। ধৃতদের মধ্যে একজন মহিলা রয়েছে। বুধবার বিকেলে তাদের গ্রেপ্তার করা হয় ।বৃহস্পতিবার পূর্ব থানার ওসি সঞ্জিত সেন এই সংবাদ জানিয়েছেন । রাজধানীতে ফের এক মহিলা সহ ৩ বাংলাদেশী নাগরিক গ্রেপ্তার ।বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব থানার পুলিশ আগরতলার চন্দ্রপুর আইএসবিটি বাস স্ট্যান্ড থেকে তাদের গ্রেপ্তার করে ।বুধবারই তারা কুমিল্লা বর্ডার দিয়ে অবৈধভাবে সোনামুড়ায় প্রবেশ করে। সেখান থেকে গাড়ি করে বাধারঘাট রেল স্টেশনে যায়। কিন্তু তখন বহিরাজ্য গামী কোন রেল ছিল না ।তাই তারা সড়কপথে রাজ্য ত্যাগের লক্ষ্যে চন্দ্রপুর আইএসবিটি বাসস্ট্যান্ডে আসে । এক মহিলা ও দুই পুরুষকে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। স্থানীয়রা বিষয়টি আইএসবিটি স্ট্যান্ডে ডিউটিরত পূর্ব থানার এসআই দিলীপ দাস কে জানান ।এস আই দিলীপ দাস বিষয়টি পূর্ব থানার ওসি সঞ্জিত সেনকে জানান ।খবর পেয়ে পূর্ব থানার বিশাল পুলিশ বাহিনী চন্দ্রপুর আইএসবিটি বাস স্ট্যান্ডে পৌছয় ।সেখানে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চালায় ।জিজ্ঞাসাবাদে তারা পুলিশের কাছে স্বীকার করে, তারা বাংলাদেশ থেকে পাঞ্জাবে যাওয়ার উদ্দেশ্যে অবৈধভাবে আগরতলায় এসেছে। বৃহস্পতিবার পূর্ব থানার ওসি সনজিৎ সেন এই সংবাদ জানান। বাংলাদেশিরা হলো মোঃ আব্দুল্লাহ, মোহাম্মদ নূর এবং মিসেস আসমাউল হোসনা।এদিন পূর্ব থানার ওসি সনজিৎ সেন জানান, ধৃতদের বিরুদ্ধে পাসপোর্ট এক্ট এবং ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা নেওয়া হয়েছে। ধৃত দুই পুরুষকে তিন দিনের রিমান্ডের আবেদন জানিয়ে বৃহস্পতিবারই আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি। তিনি আরো জানান, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে মানব পাচারের সাথে যুক্ত দালাল চক্রটি কে জালে তোলার চেষ্টা করবে পুলিশ।