Tuesday, July 23, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই তথ্য-সংস্কৃতি দপ্তরের উদ্যোগ যথাযথ মর্যাদায় পালিত হলো কাজী নজরুল ইসলামের ১২৫...

খোয়াই তথ্য-সংস্কৃতি দপ্তরের উদ্যোগ যথাযথ মর্যাদায় পালিত হলো কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মজয়ন্তী অনুষ্ঠান

খোয়াই প্রতিনিধি ২৫ শে মে….খোয়াই সংস্কৃতি দপ্তর উদ্যোগে পালিত হল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্ম জয়ন্তী অনুষ্ঠান। কাজী নজরুলের জন্ম জয়ন্তী অনুষ্ঠানকে সামনে রেখে শনিবার সকাল ৭ ঘটিকায় খোয়াই লালছড়া স্থিত বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আবক্ষ মূর্তির পাদদেশে খোয়াই মহকুমা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের উদ্যোগে এবং লালছড়া বাঘাযতীন ক্লাবের সহযোগিতায় বিদ্রোহী কবির ১২৫ তম জন্মদিন পালন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই মহকুমার বরিষ্ঠ তথ্য আধিকারিক দুলাল দেব্বর্মা‚ খোয়াই জেলা সাংস্কৃতিক উপদেষ্টা মণ্ডলীর সদস্য দীপঙ্কর ভট্টাচার্য্য, খোয়াই মহকুমা সাংস্কৃতিক উপদেষ্টা মণ্ডলীর সদস্য নির্ঝর ভৌমিক ও শুভম আইচ‚ লালছড়া বাঘাযতীন ক্লাবের সহ-সভাপতি প্রদীপ্ত নারায়ণ চৌধুরী সহ অন্যান্য ক্লাব কমিটির সদস্য‚ সংস্কৃতি কর্মী ও লালছড়া এলাকাবাসী। এই দিন সকালে প্রভাতী অনুষ্ঠানে উপস্থিত সবাই বিদ্রোহী কবির আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করছেন‚ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বরিষ্ঠ Army আধিকারিক দুলাল দেব্বর্মা। এবং এই দিন সন্ধ্যায় খোয়াই লালছরা স্থিত বাঘাযতীন ক্লাব এবং খোয়াই তথ্য ও সাংস্কৃতিক দপ্তরের যৌথ উদ্যোগে ওই ক্লাবের নজরুল মঞ্চে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে মহাকুমার বিভিন্ন সংগীত বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা এবং বিভিন্ন নিত্যাঙ্গন স্কুলের কচিকাচার বিভিন্ন নৃত্য, গান,ও আবৃতি পরিবেশন করেন । এবং অনুষ্ঠানের মঞ্চে খোয়াই তথ্য সংস্কৃতি দপ্তরের ভরিষ্ঠ তথ্য আধিকারিক দুলাল দেববর্মা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবনী নিয়ে আলোচনা করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 × one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য