নদীতে স্নান করতে গিয়ে জলে তলিয়ে গেলো এক ব্যক্তি। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট বাঁধ সংলগ্ন এলাকায় খোয়াই নদীতে শনিবার। এব্যাপারে এলাকার লোকজনেরা জানায়, চাকমাঘাট এলাকার বাসিন্দা প্রায় ৪৫ বছর বয়সের দীপক দাস নামের ব্যাক্তি খোয়াই নদীতে দুপুর নাগাদ স্নান করতে যায় এবং হঠাৎই জলে ডুবে যায় বলে এলাকাবাসী সুত্রে জানা যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তেলিয়ামুড়া দমকল দপ্তরের কর্মীরা এবং আপদা মিত্রের ভলেন্টিয়ার’রা। খবর লেখা পর্যন্ত দমকল দপ্তরের কর্মী এবং আপদা মিত্রের ভলেন্টিয়ার’রা ও স্থানীয় এলাকার যুবকরা জলে ডুবে যাওয়া দীপক দাস’কে উদ্ধার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। স্থানীয়রা জানায় দীপক দাস চাকমাঘাট এলাকার স্থায়ী বাসিন্দা হলেও কাজের সূত্রে আগরতলায় থাকতেন। গতকাল ভোট দেওয়ার জন্য চাকমাঘাট স্থিত নিজ বাড়িতে এসেছিলেন। শনিবার দুপর নাগাদ খোয়াই নদীতে স্নান করতে গিয়েই নদীর জলে তলিয়ে যায় বলে জানা যায়। এই ঘটনার জেরে গোটা এলাকার মধ্যে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে এবং ঘটনাস্থলে জমায়েত হয়েছে শত শত লোকজন।।