Thursday, December 5, 2024
বাড়িখবররাজ্যরাজ্যের স্বাস্থ্য পরিসেবাকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসার লক্ষ্যে দুটো প্রকল্প চালু জাতীয়...

রাজ্যের স্বাস্থ্য পরিসেবাকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসার লক্ষ্যে দুটো প্রকল্প চালু জাতীয় স্বাস্থ্য মিশনের

স্বাস্থ্যপরিসেবাকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসার লক্ষ্যে দুটো প্রকল্প চালু করেছে জাতীয় স্বাস্থ্য মিশন। এগুলি হল এবিডিএম বা আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন এবং এ বি এইচ এ বা আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট। এদিন সাংবাদিক সম্মেলন করে এই দুটি প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন জাতীয় স্বাস্থ্য মিশনের রাজ্য মিশনের অধিকর্তা।গোটা দেশের স্বাস্থ্যপরিসেবাকে ডিজিটাল প্লাটফর্মে নিয়ে আসার প্রক্রিয়া শুরু করেছে জাতীয় স্বাস্থ্য মিশন ।এই লক্ষ্যে জাতীয় স্বাস্থ্য মিশন আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন বাABDM নামে একটি প্রকল্প হাতে নিয়েছে। অপর প্রকল্পটি হল আয়ুষ্মান ভারত হেল্থ একাউন্ট বা ABHA। আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনে রাজ্যের চিকিৎসক এবং নার্সদের রেজিস্ট্রেশন চলছে। গত ১৮ এপ্রিল থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে। রবিবারও পশ্চিম জেলার চিকিৎসক এবং নার্সদের এই প্লাটফর্মে রেজিস্ট্রেশন করানো হয়। রবিবার এক সাংবাদিক সম্মেলনে জাতীয় স্বাস্থ্য মিশনের রাজ্য মিশন অধিকর্তা এই সংবাদ জানিয়েছেন। তিনি জানান, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনার দ্বিতীয় প্রকল্পটি হল আয়ুষ্মান ভারত হেল্থ একাউন্ট বা আভা। এই প্রকল্পের মাধ্যমে সব রাজ্যবাসীর হেলথ রেকর্ড সংরক্ষণ করা হবে,। তাই প্রত্যেকের আভা কার্ড করা প্রয়োজন বলে জানান তিনি।।
সাংবাদিক সম্মেলনে নহ্ম এর রাজ্য মিশন অধিকর্তা জানান, আগামী ৩ এবং ১০ মে রাজ্যের সবকটি জেলায় আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন এর মাধ্যমে চিকিৎসক এবং নার্সদের রেজিস্ট্রেশন করানো হবে ।এরপর আগামী ১৭ এবং ২৪ মে রাজ্যের সব মহকুমায় চিকিৎসক এবং নার্সদের রেজিস্ট্রেশন করানো হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twelve − seven =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য