Sunday, September 8, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদ২০২৪ সালের লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হতেই খোয়াই জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে...

২০২৪ সালের লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হতেই খোয়াই জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে খোয়াই শহর জুড়ে ফ্ল্যাগ মার্চ করা হয়।

খোয়াই প্রতিনিধি ১৬ই মার্চ…… শনিবার বিকেলে ঘোষণা হয়ে গেল ২০২৪ সালের ১৮ তম লোকসভা নির্বাচনের দিন ক্ষণ।আর লোকসভা নির্বাচনের দিন ক্ষণ ঘোষণা হতেই শনিবার বিকেলে খোয়াই জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে এক ফ্ল্যাগ মার্চ করা হয় খোয়াই শহর জুড়ে নির্বাচনের ঘোষণা কে সামনে রেখে এবং নির্বাচন আচরণ বিধি যাতে জনগণ মেনে চলে সেই সুবাদে ফ্ল্যাগ মার্চ করা হয় বলে জানান জেলা পুলিশ সুপার রমেশ যাদব। এখন থেকে মহকুমা এলাকার বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনীকে নিয়োগ করা হবে যাতে করে আইনশৃঙ্খলা ঠিকভাবে চলে।তাই পুলিশ সুপার রমেশ যাদব জেলা বাসীর কাছে আবেদন রাখেন যাতে করে জনগণ নির্বাচন আচরণ বিধি কে মান্যতা দিয়ে চলেন।এবং সুষ্ঠু নির্বাচন করতে পুলিশ প্রশাসন সহ সমস্ত অংশের প্রশাসনকে যাতে সাহায্যের হাত বাড়িয়ে দেয় সেই আবেদন করেন পুলিশ সুপার।এই ফ্ল্যাগমার্চে জেলা পুলিশ সুপার ছাড়া উপস্থিত ছিলেন পুলিশ আধিকারিক প্রসুন কান্তি মজুমদার, খোয়াই সুভাষ পার্ক পুলিশ ফাঁড়ির ওসি রঞ্জিত সরকার,খোয়াই খানার ইন্সপেক্টর যুগল ত্রিপুরা এবং কেন্দ্রীয় বাহিনীর জোয়ানরা। ফ্ল্যাগ মার্চ শুধু এই দিন নয় আরো বেশ কয়েকবার করেছেন জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে। খোয়াই এর সাধারণ ভোটাররা পুলিশ প্রশাসনের এই উদ্যোগে সাধুবাদ জ্ঞাপন করেছেন এছাড়া পুলিশ প্রশাসন সক্রিয় যে সেই বিষয়ে মহড়া প্রদর্শন করেন। নির্বাচনী আচরণ বিধি মান্যতা দেওয়ার জন্য এই উদ্যোগ অর্থাৎ নির্বাচন দপ্তরের আদেশ ক্রম সব নির্বাচন অনুষ্ঠিত হয় জনগণ প্রশাসনের কাছে দাবি রাখেন নির্বাচন এর ফলাফল ঘোষণার পর শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নতা প্রায়ই লক্ষ্য করা যায় সুতরাং নির্বাচক মন্ডলী আশা করেন নির্বাচনের ফলাফল ঘোষণার পর কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই বিষয়ে পুলিশ প্রশাসন সক্রিয় থাকে তারপরও আরও একটু বিশেষ সক্রিয়তা দেখানোর জন্য আশা ব্যক্ত করেন। যদিও নির্বাচক মন্ডলী আশাবাদী নির্বাচনী ফলাফল ঘোষণার পর খোয়াই জেলা জুড়ে সুস্থ পরিবেশ বজায় রাখতে পুলিশ প্রশাসন সক্রিয় ভূমিকা গ্রহণ করবে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য