Saturday, July 27, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদচোরেদের গডফাদার হতে চাইছে তেলিয়ামুড়া থানা! চোর ধরে কোনো আইনি ব্যবস্থা না...

চোরেদের গডফাদার হতে চাইছে তেলিয়ামুড়া থানা! চোর ধরে কোনো আইনি ব্যবস্থা না নিয়ে ম্যানেজ করে চোর’কে ছেড়ে দিল তেলিয়ামুড়া থানার পুলিশ!

তেলিয়ামুড়া প্রতিনিধি :- তেলিয়ামুড়া থানার পুলিশ বাবুদের আশীর্বাদে থানা থেকে ছাড়া পেয়ে সেই চোর প্রকাশ্য দিবালোকে বুক ফুলিয়ে দিন দুপুরে তেলিয়ামুড়ায় একের পর এক চুরির ঘটনা সংঘটিত করছে! প্রশ্নের মুখে তেলিয়ামুড়া থানা পুলিশের ভূমিকা! তেলিয়ামুড়া থানা এলাকার রাজনগর গ্রামে গ্রামবাসীদের তৎপরতায় হাতেনাতে আটক হয় সেই চোর! পরবর্তীতে উত্তম মধ্যম দিয়ে তুলে দেওয়া হয় পুলিশের হাতে! উল্লেখ্য থাকে, তেলিয়ামুড়া থানা এলাকায় দীর্ঘ প্রায় দু তিন মাস যাবত চুরির ঘটনার যেন হিড়িক লেগেছে। তা হোক দিন দুপুরে কিংবা রাতের আঁধারে একের পর এক চুরির ঘটনা যেন পিছু ছাড়ছে না। এক্ষেত্রে চোরকে অনেকটাই আশীর্বাদ দিয়ে নির্লজ্জের ভূমিকা পালন করছে তেলিয়ামুড়া থানার খাকি বাবুরা। গত দু-তিন দিন আগে নেতাজি নগর এলাকার একটি চুরির ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনায় চুরির মালামাল সহ সুখেন তাঁতি নামের এক চোরকে আটক করেছিল তেলিয়ামুড়া থানার পুলিশ। কিন্তু কোন একটা মধ্যস্থতার মধ্য দিয়ে ঐদিন রাতেই সুখেন তাঁতি নামের ওই চোরকে ছেড়ে দেয় তেলিয়ামুড়া থানার পুলিশ। পুলিশের আশীর্বাদ পেয়ে সুখেন তাঁতি নামের ওই চোর প্রকাশ্য দিবালোকে একের পর এক চুরির ঘটনা চালিয়ে যাচ্ছে তেলিয়ামুড়ায়। শুক্রবার সাত সকালে তেলিয়ামুড়া থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে অবস্থিত রাজনগর গ্রামের বাসিন্দা শঙ্কর সাহার বাড়ি থেকে বিভিন্ন বৈদ্যুতিন সামগ্রী চুরি করে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসীদের হাতে আটক হয় সুখেন তাঁতি নামের ওই চোর। সে সহ তার সাঙ্গপাঙ্গরা মিলে দীর্ঘদিন ধরেই তেলিয়ামুড়া চুরির রাজত্ব কায়েম করে রেখেছে বলে অভিযোগ। এদিকে জানা গেছে, শঙ্কর সাহা ব্যাক্তিগত কাজে আগরতলায় থাকেন। অবশেষে শুক্রবার সাতসকালে শঙ্কর বাবুর বাড়ি থেকে চুরি করে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসীরা হাতেনাতে আটক করে তাকে। ঘটনার খবর পাঠানো হয় তেলিয়ামুড়া থানায়। তেলিয়ামুড়া থানা থেকে রাজনগর এলাকা ঢিল ছোড়া দূরত্বে অবস্থিত হলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় দীর্ঘ প্রায় ৩০ মিনিট পর। এক্ষেত্রে তেলিয়ামুড়া থানা পুলিশের ভূমিকা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে ইতিমধ্যেই। তবে কি চোরকে ধরে ব্যবস্থা না নিয়েই মধ্যস্থতা করে ছেড়ে দিয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ চাইছে আগামী দিন চোরেদের গডফাদার হয়ে উঠতে?

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

sixteen + 13 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য