তেলিয়ামুড়া প্রতিনিধি :-
শুনতে অদ্ভুত লাগলেও এই ঘটনা এ রাজ্যেই। তেলিয়ামুড়া থেকে সন্ধ্যা রাতে চুরি হয়ে যায় একটি ১২ চাকার লরি! ঘটনাটি ঘটে তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট TSR ক্যাম্প সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরণে প্রকাশ, শনিবার রাতে তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট TSR ক্যাম্প সংলগ্ন এলাকায় NL 01 AA 9075 নম্বরের একটি ১২ চাকার লরি জাতীয় সড়কের পাশে দাঁড় করিয়ে লড়িটির চালক প্রাকৃতিক ক্রিয়া করতে যায়। কিন্তু পরবর্তীতে লড়িটির চালক ফিরে এসে প্রত্যক্ষ করতে পারে লোরিটি সেখানে নেই। তারা বুঝতে পারে যে চোর চক্রের পাণ্ডাদের নজর পড়ে ওই লরিটির উপর। এই ঘটনার খবর চাউর হতে এই মুহূর্তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় এবং সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় লরিটির মালিককে। লরিটির মালিক শংকর ঘোষ ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ পৌঁছায় তেলিয়ামুড়া থানায় এবং এই বিষয়ে প্রাথমিকভাবে তেলিয়ামুড়া থানায় মৌখিক অভিযোগ জানায়। অভিযোগ পেয়ে তৎক্ষণাৎ ময়দানে নামে তেলিয়ামুড়া থানার সেকেন্ড ওসি নন্দন বৈদ্যের নেতৃত্বে তেলিয়ামুড়া থানার পুলিশ বাহিনী। শুরু হয় লরিটিকে খুঁজে বের করার জন্য তল্লাশি অভিযান এবং সূত্র মারফত খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া ও মুঙ্গীয়াকামি থানার বডার লাইনে একটি গভীর জঙ্গলের ভেতর থেকে ঘটনার কিছু ঘন্টা পরেই লরিটিকে উদ্ধার করতে সক্ষম হয় তেলিয়ামুড়া থানার পুলিশ। সেই সঙ্গে আটক করা হয় লরিটি চুরির ঘটনার সঙ্গে জড়িত অভিজিৎ মগ নামের এক যুবককে, যদিও তার এক সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
এই বিষয়ে লরির মালিক শংকর ঘোষ জানায়,,,, আগে বহির রাজ্যে এই ধরনের ঘটনা শোনা যেত। কিন্তু এই প্রথম ত্রিপুরায় এমন ঘটনা সত্যিই চাঞ্চল্যকর। চোর চক্রের চাইরা গাড়িটি চুরি করে এনে গাড়িটির ব্যাটারি তেল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামগ্রী গাড়ি থেকে খুলে ফেলেছে। তেলিয়ামুড়া থেকে ১২ চাকা লরি চুরির এই ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষজনদের মধ্যেও আতঙ্কের পরিবেশ বিরাজ করছে।।