Thursday, October 10, 2024
বাড়িখবররাজ্যশাসক দলীয় নামকরা নেতাদের বাড় বাড়ন্তে ক্ষোভে শহরতলী ময়লাখলা এলাকার বাসিন্দারা

শাসক দলীয় নামকরা নেতাদের বাড় বাড়ন্তে ক্ষোভে শহরতলী ময়লাখলা এলাকার বাসিন্দারা

শহরতলী ময়লা খলা এলাকায় বিগত 30 বছর ধরে সরকারি জমিতে বসবাস করে আসছে গরিব দুই পরিবার, একজন পেশায় রিক্সাচালক ঘরে রয়েছে ছয়টি শিশুসন্তান এবং স্ত্রী অপরদিকে আরেকজন হল পেশায় দিনমজুর। সরকারি জমিতে পার্কিং জোন করা হবে এই অজুহাত দেখিয়ে গরীব দুই পরিবারের বসতবাড়ি ভেঙ্গে দিল শাসকদলের নামকরা নেতারা। তাদের কাছে কিছুদিনের সময় চাওয়া হলেও সময় নেই বলে কোন প্রকার তাদের আবেদনে সাড়া দিল না শাসক দলের নামকরা নেতারা। সেখানেই রয়েছে বিজেপি পার্টি অফিস থেকে শুরু করে কোন এক নেতার মেয়ের বাড়িও। সেগুলিতে হাত না দিয়ে শুধুমাত্র এই গরীব দুই পরিবারের বসতবাড়ি ভেঙ্গে গুড়িয়ে দিল এই অভিযোগে ময়লাখলা এলাকার জনগণ ক্ষোভে ফুটছে। তাদের অভিযোগ কেনই বা এই দুই পরিবারে বসত ঘর ভেঙে দেওয়া হয়েছে, এখন তারা কোথায় যাবে, কি করবে, মাথা গোছার জায়গা যে করবে তারও সময় দিল না। এলাকাবাসীর এখন একটিই দাবি যদি ভাঙ্গা হয় তাহলে সবগুলো ভেঙ্গে গুড়িয়ে দিতে হবে নতুবা এই দুই পরিবারের যে ঘর ভাঙ্গা হয়েছে তা পুনরায় গড়ে দিতে হবে। এদিনের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

20 + 9 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য