খোয়াই প্রতিনিধি ২৪শে নভেম্বর….বৃহস্পতিবার রাত নয়টা নাগাদ খোয়াই থানা দিন ধালাবিল সরকার পাড়ার বাসিন্দা রঞ্জিত তাঁতি( ৫০) ঐদিন রাতে মদ খেয়ে এসে নিজ বাড়িতে গন্ডগোল পাকায় তাতে করে ছেলে সঞ্জিত তাঁতি (২৫) পিতা রঞ্জিত তাঁতিকে বোঝানোর চেষ্টা করে আর তাতে করে রঞ্জিত তাঁতি বিগড়ে যায় এবং এও বলে আমার যা খুশি আমি তাই করব এই বলে ঘর থেকে তীর ধনুক নিয়ে আসে রঞ্জিত তাঁতির এই সব উন্মাদনা দেখে উনার ভাইপো প্রতাপ তাঁতি(১৯) কাকা রঞ্জিত তাঁতিকে শান্ত করার চেষ্টা করতে থাকে আর তাতে করে রঞ্জিত তাঁতি আরো খেপে গিয়ে হাতে থাকা তীর ধনুক দিয়ে ভাইপো প্রতাপ তাঁতিকে তীর মেরে দেয় তা দেখে ছেলে সঞ্জিত তাঁতি এগিয়ে আসলে তাকেও তীর মেরে আহত করে,এরপরও রঞ্জিত তাঁতি ক্ষান্ত হয়নি এইসব দেখে রঞ্জিত তাঁতির স্ত্রী রেণু তাঁতি এগিয়ে আসলে উনাকেও তির মেরে গুরুতরভাবে আহত করে দেয় ঘটনার চিৎকার শুনে এলাকাবাসীর ছুটে আসলে তাদের তাদের শরীরের উপরতীর মারে রঞ্জিত তাঁতিযদিও তখনকেউ আহত হয়নি শেষে চিৎকার চেঁচামেচির ফলে এলাকাবাসী ছুটে আসলে তখন রঞ্জিত তাঁতি গা ঢাকা দেয়।এরপর এলাকাবাসী তাদেরকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসলে জেলা হাসপাতালের তিন জন চিকিৎসক যথা অর্ঘ্য মাল্য দেববর্মা,জন দেববর্মা,ও বিশ্বজিৎ দেববর্মা মিলে খোয়াই জেলা হাসপাতালের অপারেশন থিয়েটারে আহত তিন জনকে নিয়ে গিয়ে প্রায় তিন ঘন্টা চেষ্টার পর তীর দ্বারা গুরুতর আহত তিন জনের শরীর থেকে তীর গুলি বের করতে সক্ষম হয়।এবং ওরা তিন জন বর্তমানে খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন।এই বিষয়ে রঞ্জিত তাঁতির ছেলে সঞ্জীত তাঁতির সাথে কথা বলতে গিয়ে বৃহস্পতিবার রাতের আসল ঘটনা কি সেই বিষয়ে জানতে চাইলে সে জানায় তার পিতা রঞ্জিত তাঁতি প্রায় সময়ই মদ খেয়ে বাড়িতে ঝগড়াঝাঁটি করে এমনকি ছোটবেলা থেকেই সে এবং তার মা আলাদা থাকত তাতে করে প্রায় সময় ছোটবেলা থেকেই দেখে আসছে মদ মত্ত অবস্থায় তার পিতা তার মাকে প্রচণ্ড মারধোর করত যার ফলে তার মা রেণু তাঁতি অনেকবার গুরুতর আহত হয়েছেন বাবার দ্বারা মারধোরের কারণে। বৃহস্পতিবার রাতেও সেই একই ঘটনা ঘটে ছেলের কথা অনুযায়ী বুঝা যায় রঞ্জিত তাঁতির বক্তব্য মদ খাবেই এই নিয়েই ছেলে ও স্ত্রীর সাথে প্রতিদিন রাতে ঝামেলা লেগে থাকত ।আর এই ঝামেলাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে এ নৃশংস ঘটনাটি ঘটে।ছেলে সঞ্জিত তাঁতি এও জানান বৃহস্পতিবার রাতের ঘটনার পর তার পিতা রঞ্জিত তাঁতি এখনো পালাতক।এই বিষয়ে খোয়াই খানায় একটি মামলাও হয় এবং পুলিশ জানায় পলাতক আসামী রঞ্জিত তা থেকে পুলিশ খুঁজছে।