Wednesday, July 24, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদপথ দুর্ঘটনায় আহত এক পুলিশ কর্মী ।ঘটনা খোয়াই পদ্মবিল এলাকাতে

পথ দুর্ঘটনায় আহত এক পুলিশ কর্মী ।ঘটনা খোয়াই পদ্মবিল এলাকাতে

খোয়াই প্রতিনিধি ১৮ই অক্টোবর… বুধবার রাত আটটা নাগাদ খোয়াই থানাধীন পদ্মবিল পুলিশ ফাঁড়ির অন্তর্গত এলাকাতে এক বাইক চালক দুর্ঘটনার কবলে পড়েন। এই ঘটনা দেখে সংশ্লিষ্ট এলাকার জনগণ অগ্নি নির্বাপক দপ্তরকে খবর দিলে অগ্নি নির্বাপক দপ্তরের লোকরা সাথে সাথে এসে দুর্ঘটনায় আহত ব্যক্তিকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসেন। ঘটনার বিবরণে পরিবারের লোকেরা জানান তিনি একজন পুলিশ কর্মী। তিনি আগরতলা নরসিংগর স্থিত পি টি সি তে কর্মরত ছিলেন। বুধবার বিকেলে সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে আসছিল এবং পদ্মবিল এলাকাতে দুর্ঘটনা কবলে পড়েন। এরপর খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসালে কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর শারীরিক অবস্থা গুরুত দেখতে পেয়ে সাথে সাথে জিবি হাসপাতালে পাঠিয়েদেন । ওই পুলিশ কর্মীর নাম সুজন বিশ্বাস। পিতা নারায়ণ বিশ্বাস বাড়ি খোয়াই থানা ধিন পহরমুড়া এলাকাতে। তবে খোয়াই মহকুমা জুড়ে প্রতিদিন সড়ক দুর্ঘটনা ঘটে চলেছে। এই বিষয়ে পুলিশ এবং খোয়াই ট্রাফিক ইউনিট বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করবে বিশেষ করে এই পুজোর মুহূর্তে আশা করা যাচ্ছে। তবেই সড়ক দুর্ঘটনাকে কিছুটা হলেও এড়ানো সম্ভব হবে। যদিও পুলিশ প্রশাসন আপ্রাণ চেষ্টা করছে সড়ক দুর্ঘটনা রোধ করার জন্য।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 × 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য