তেলিয়ামুড়া প্রতিনিধিঃ—
এবার রাস্তায় নেমে বিশাল বাহিনী নিয়ে সুব্রতর লাফালাফির দৃশ্য চাক্ষুষ করল তেলিয়ামুড়া বাসী! আচমকাই তেলিয়ামুড়া শহরকে পার্কিং মুক্ত করার জন্য বিশেষ অভিযানে নামে তেলিয়ামুড়া পুলিশ প্রশাসন। পূজার আগের শেষ রবিবার হঠাৎ করে পুলিশের এই অভিযানের ফলে গোটা তেলিয়ামুড়া জুড়ে এক প্রকার বিশৃঙ্খলতার পরিবেশ তৈরি হয়। যদিও জনমনে প্রশ্ন তৈরি হয় শনিবার বিশেষ একটা রাজনৈতিক দলের আগরতলা’তে সমাবেশ’কে কেন্দ্র করে যখন গোটা তেলিয়ামুড়াতে একপ্রকার যানজটের পরিস্থিতি তৈরি হয়েছিল, যত্রতত্র গাড়িগুলো দাঁড়িয়েছিল তখন কোথায় ছিল সুব্রত’র তেলিয়ামুড়া থানার পুলিশ? শনিবার সহ বিভিন্ন প্রকারের রাজনৈতিক দলের কর্মসূচি বা প্রভাবশালীদের গাড়িগুলোকে সরানোর ক্ষমতা পুলিশের না থাকলেও পূজার ঠিক প্রাক মুহুর্তে রবিবার শহরকে যানজট মুক্ত রাখতে পুলিশ ও ট্রাফিক দপ্তর যৌথ ভাবে অভিযান সংঘঠিত করে। তেলিয়ামুড়া থানার পুলিশ ও ট্রাফিক পুলিশকে বগল দাবা করে বিশাল বাহিনী নিয়ে রবিবার সকাল থেকেই ওসি সুব্রত চক্রবর্তী অভিযানে নামে। এদিনের এই অভিযানে নেমে জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা গাড়ি,বাইক,টমটম চালকদের জাতীয় সড়ক’কে যে সম্পূর্ন যানজট মুক্ত করা যায় এই কাজে পুলিশ প্রশাসনকে সাহায্য করতে আহ্বান জানানোর পাশাপাশি বেশ কিছু অবৈধভাবে পার্ক করে রাখা যানবাহনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যাবস্থা গ্রহণ করা হয় বলেও পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশের তরফ থেকে জানা গেছে এখন থেকে তেলিয়ামুড়া মূল বাজার এলাকায় কোন ধরনের অটো, টমটম ইত্যাদি পার্ক করা যাবেনা। আপাতত পুরাতন তেলিয়ামুড়া হাসপাতালের মাঠে তেলিয়ামুড়া আগরতলা কল্যাণপুর খোয়াই-এর গাড়ি পার্কিং করার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট নির্দেশকে মান্যতা প্রদান না করলে উপযুক্ত আইন অনুযায়ী ব্যাবস্থা গ্রহণ করা হবে বলে তেলিয়ামুড়া থানার ওসি সুব্রত চক্রবর্তী হুঁশিয়ারি দিয়েছেন।
এখানে উল্লেখ করা প্রয়োজন, উপযুক্ত পার্কিংয়ের জায়গার অভাবে তেলিয়ামুড়াতে যানজট নিত্যদিনের সমস্যা, এখন দেখার বিষয় পুলিশের এই অভিযান লোক দেখানো অভিযান হিসেবে স্বীকৃতি পায়, নাকি সত্যিকারের অর্থে তেলিয়ামুড়া’কে যানজটমুক্ত রাখতে পুলিশ ময়দানে প্রকৃত অর্থেই থাকে।