Tuesday, July 1, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদস্মল সেভিংস এজেন্টদের সুরক্ষার্থে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাদের নয় দফা দাবি গুলি...

স্মল সেভিংস এজেন্টদের সুরক্ষার্থে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাদের নয় দফা দাবি গুলি সংবাদ মাধ্যমের দ্বারা প্রকাশ করার উদ্দেশ্যে এক প্রেস মিট করা হয়।

খোয়াই প্রতিনিধি ৮ই অক্টোবর….দেখা গেছে বিভিন্ন সেভিংস সংস্থা যেমন পোস্ট অফিস,বীমা সংস্থার এজেন্টরা সর্বদাই সরকারের কু নজরে থাকে।তাইতো তাদেরকে দাবিয়ে রাখার জন্য সরকার সেই সব এজেন্ট এদের পেটে লাথি মারে তাদের এজেন্ট কমিশন কমিয়ে দিয়ে।অথচ সরকারের নাকের নিচ দিয়ে বড় বড় রাঘব বোয়ালরা চলে গেলও তাদের বিরুদ্ধে কিছু করতে পারে না।আর পারে না বলেই তাদের ক্ষোভের বহিঃ প্রকাশ ঘটে বিভিন্ন এজেন্টদের ওপর।তেমনই ক্ষোবের শিকার স্মল সেভিংসের এজেন্টরা।তাই তাদের দাবিকে মান্যতা দিতে দেশ ব্যাপী স্মল সেভিং এজেন্ট এসোসিয়েশন এর পক্ষ থেকে ২শরা অক্টোবর থেকে ৬ই অক্টোবর পর্যন্ত ৫ দিনব্যাপী দিল্লির যন্তর মন্তরে এক আন্দোলন কর্মসূচি আয়োজন করা হয়েছিল।সে আন্দোলনের কর্মসূচির অঙ্গ হিসেবে তাদের দাবিগুলিকে জনসমক্ষে আনতে এবং মান্যতা দিতে রবিবার দুপুর বারোটায় খোয়াই পুরান বাজার স্থিত হরিমন্দির প্রাঙ্গণে স্মল সেভিংস এজেন্ট এসোসিয়েশন খোয়াই শাখার পক্ষ থেকে এক প্রেস মিটের আয়োজন করা হয় তাদের দাবি সনদ গুলি সংবাদ মাধ্যমের মাধ্যমে প্রচারের জন্য যাতে করে ভারতের কমিউনিকেশন মিনিস্টারের দৃষ্টি আকর্ষণ করা যায় সংবাদের মাধ্যমে।এই দিন প্রেস মিটে উপস্থিত ছিলেন খোয়াই স্মল সেভিংস্ এসোসিয়েশনের সভাপতি মৃণাল কান্তি মজুমদার, এসোসিয়েশনের কোশাধ্যক্ষ শুভ্রাংশ চৌধুরী,চেবরী পোস্ট অফিসের সিনিয়র এজেন্ট শ্রীমতি স্মৃতি চন্দ ,এছাড়া উক্ত প্রেস মিটে উপস্থিত ছিলেন খোয়াই পোস্ট অফিসের সমস্ত এজেন্টরা।এসোসিয়েশনের সভাপতি মৃণাল কান্তি চৌধুরী এজেন্টের স্বার্থে যে দাবি সনদ গুলি আনা হয়েছে সেগুলি সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেন দাবিগুলো হলো সিনিয়র সিটিজেন এবং মহিলা সমৃদ্ধি যোজনার বিভিন্ন স্কিম গুলি রয়েছে সেগুলি এজেন্ট দের মাধ্যমে না হয়ে সরাসরি পোস্ট অফিসের মাধ্যমে হচ্ছে। যার কারণে স্কিম গুলি এজেন্টরা করতে পারছে না যার ফলে বেশিরভাগ বিনিয়োগ সোজাসুজি পোস্ট অফিস পেয়ে যাচ্ছে সেই জায়গায় এজেন্টরা কিছুই পাচ্ছে না ম্যানেজমেন্টের সিস্টেমের কারণে।এছাড়া ফিক্সড ডিপোজিট এর ক্ষেত্রে আগে কমিশন ছিল শতকরা এক টাকা। যাকে কমিয়ে ৫০ পচায় নিয়ে আসা হয়,তাই এসোসিয়েশনের দাবি তাদের ফিক্সড ডিপোজিটের কমিশনের মাত্রাটি আগর মতো এক টাকা করে দেওয়া হোক যার জন্য তারাদাবি তুলছেন।অন্যদিকে দেখা গেছে রেকারিং ডিপোজিটের ক্ষেত্রে ৫% কমিশন ছিল সেটাকে কমিয়ে ৪% করা হয়েছে সেটাকে পুনরায় বৃদ্ধি করার জন্য আবেদন তুলছেন।এজলাস ফাইভ কার্ড দীর্ঘদিন ধরে তাদেরকে দেওয়া হচ্ছে না।প্রতি দুই বছর পর পর লাইসেন্স নবীকরণের জন্য পুলিশ ভেরিফিকেশনের দরকার পড়ে যা তাদের পক্ষে অসুবিধা হয়ে দাঁড়ায়।তাদের দাবি লাইসেন্স নবীকরণ টি যাতে প্রতি পাঁচ বছর অন্তর অন্তর করা হয়।এছাড়া আর ডি এবং এস বি বইয়ের অপ্রতুলতা রয়েছে তা জাতে দ সঠিক সময় সাপ্লাই দেওয়া হয় তার জন্য আবেদন রাখেন।বর্তমান সময়ে এজেন্টরা অনিশ্চয়তার মধ্যে দিয়ে কাজ করে চলেছে তাদের যাতে নিশ্চয়তা দেওয়া যায় তার জন্য আবেদন রাখা হয়,এছাড়া পোস্ট অফিস গুলিতে টাকা জমা দেওয়া ও টাকা তোলার ফর্মের ব্যাপক ঘাটতি রয়েছে সেই ঘাটতিটি পূরণ করে সমস্ত এজেন্টরা নিজেদের পক্ষ থেকে সেই ফর্মগুলি তৈরি করে নিজেদের পকেটের পয়সা খরচ করে।এসব ফর্ম গুলি যাতে পোস্ট অফিসের পক্ষ থেকে বিনামূলের বিতরণ করা হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য আবেদন রাখেন এ ধরনের নয়টি দাবি নিয়ে তারা দুসরা অক্টোবর থেকে ৬ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে ধরনা দিয়েছিল ।আর সেই দাবিগুলিকে নিয়ে খোয়াই স্মল সেভিংস এজেন্ট এর পক্ষ থেকে দেশের কমিউনিকেশন মিনিস্টার কে তাদের দাবি সনদ গুলোকে জানাতে অ্যাসোসিয়েশনের সভাপতি মৃণাল কান্তিমজুমদার সহ সমস্ত এজেন্টরা সংবাদমাধ্যমের দ্বারস্থ হয় তাদের দাবি সনদ গুলি প্রকাশের জন্য।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 + 15 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য