Friday, October 18, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদতেলিয়ামুড়া ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ৭ দিবস ব্যাপী এন.এস.এস-এর বিশেষ বার্ষিক...

তেলিয়ামুড়া ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ৭ দিবস ব্যাপী এন.এস.এস-এর বিশেষ বার্ষিক প্রশিক্ষণ শিবির শুরু হলো শুক্রবার

রাজ্য বিধানসভার মুখ্য সচেতকের হাত ধরে তেলিয়ামুড়া ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ৭ দিবস ব্যাপী এন.এস.এস-এর বিশেষ বার্ষিক প্রশিক্ষণ শিবির শুরু হলো শুক্রবার থেকে। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ত্রিপুরা বিধানসভার মুখ্যসচেতক কল্যাণী সাহা রায়। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, ভাইস-চেয়ারম্যান মধুসূদন রায়, পৌর পরিষদের ১নং ওয়ার্ডের কাউন্সিলর অপর্ণা শীল সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়জীৎ পাল, এন.এস.এস প্রোগ্ৰাম অফিসার সুশান্ত বিশ্বাস সহ অন্যান্যরা।মূলত এন.এস.এস ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক দ্বারা পরিচালিত একটি পাবলিক সার্ভিস প্রোগ্রাম। এন.এস.এস নামে জনপ্রিয় এই প্রোগ্ৰামটি ১৯৬৯ সালে জাতির জনক মহাত্মা গান্ধীর জন্ম শতবর্ষে চালু করা হয়েছিল। সমাজ সেবার মাধ্যমে শিক্ষার্থীদের ব্যাক্তিত্বের বিকাশ গঠনের লক্ষ্যেই মূলত এন.এস.এস কাজ করে আসছে। তেলিয়ামুড়ার ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় ও তাদের সাত দিবস ব্যাপী বিশেষ বার্ষিক প্রশিক্ষণ শিবিরে একগুচ্ছ সামাজিক কর্মসূচি হাতে নিয়েছে। এরমধ্যে সাফাই কর্মসূচি, হাসপাতালে রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ, বৃক্ষরোপণ সহ একাধিক সামাজিক কর্মসূচি রয়েছে।তাছাড়া ৭ দিবস ব্যাপী বিশেষ বার্ষিক প্রশিক্ষণ শিবিরের উদ্বোধনী লগ্নে বিধায়িকা কল্যাণী সাহা রায়ের হাত ধরে পৌর পরিষদের এক ও দুই নং ওয়ার্ড এলাকার গরীব দুঃস্থ মানুষজনদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one × 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য