Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যব্লাড ব্যাংকের রক্তের স্বল্পতা দূরীকরণে এবার এগিয়ে এলো ব্যাংক কর্মচারীরা

ব্লাড ব্যাংকের রক্তের স্বল্পতা দূরীকরণে এবার এগিয়ে এলো ব্যাংক কর্মচারীরা

ব্যবসায়িক মনোভাবের পাশাপাশি এবার সামাজিক কর্মসূচিতেও এগিয়ে এলো সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্কের রামনগর শাখা। শুক্রবার এমনটাই দেখা গেল শাখা কার্যালয়ে। হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্তের স্বল্পতা খানিকটা দূরীকরণের লক্ষ্যে এদিন এগিয়ে এলো ব্যাংকের কর্মচারীরা। সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিন ব্যাংক কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক সেচ্ছা রক্তদান শিবির। মহতি এই কর্মসূচির উদ্বোধন করেন রাজ্যের পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ ব্যাংকের উচ্চপদস্থ আধিকারিকরা। রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করে রক্তদাতাদের উৎসাহিত করেন মন্ত্রী শ্রী চৌধুরী। পরে অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী এ ধরনের কর্মসূচির আয়োজন করার জন্য উদ্যোক্তাদের অভিনন্দন জানিয়ে বলেন সামাজিক দায়িত্ব হিসেবেই ব্যাংকের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। করোনা কালীন পরিস্থিতি তো বটেই সম্প্রতি নির্বাচনের কারণে রাজ্যের ব্লাড ব্যাংক গুলিতে অনেকটা রক্তের স্বল্পতা দেখা দেয়। আর এই স্বল্পতা দূরীকরণের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী সব অংশের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানালে স্বতঃস্ফূর্তভাবেই মানুষ স্বেচ্ছা রক্তদান শিবিরে এগিয়ে আসছে। তা থেকে যে পিছিয়ে নেই সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক তার জ্বলন্ত প্রমাণ হলো এই শিবির। শুধু ব্যবসায়িক মনোভাব নিয়েই নয়, রাজ্যের অর্থনীতি উন্নয়নের অংশীদারও সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক। তাই এধরনের কর্মসূচির ধারাবাহিকতা আগামী দিনেও বজায় রাখার জন্য ব্যাংক কর্তৃপক্ষের কাছে আহ্বান রাখেন মন্ত্রী শ্রী চৌধুরী।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 × four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য