খোয়াই প্রতিনিধি ২৪শে সেপ্টেম্বর…..প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৩ তম জন্মদিন উপলক্ষে রবিবার দুপুরে খোয়াই মন্ডলের উদ্যোগ খোয়াই তবলাবার স্থিত সর্বপল্লী রাধাকৃষ্ণ বিদ্যামন্দির মাঠে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় । এছাড়া ভারতীয় জনতা পার্টি গোটা দেশের সাথে ত্রিপুরা রাজ্যে ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর৭৩ তম জন্মদিন পালন করা হচ্ছে ।এই জন্মদিন উপলক্ষে ১৫ দিন ব্যাপী সেবা মূলক কর্মসূচি ঘোষণা করা হয়েছে দলের পক্ষ থেকে। সেবা পাক্ষিক নামে এই কর্মসূচি গত ১৭ সেপ্টেম্বর নরেন্দ্র মোদির ৭৩ তম জন্মদিন থেকেই শুরু হয়েছে বিভিন্ন অনুষ্ঠান।এই জন্মদিন কে কেন্দ্র করে খোয়াই তেও এই উপলক্ষে বিজেপি খোয়াই মন্ডলের উদ্যোগে দলের পক্ষ থেকে বিভিন্ন ধরনের সেবা মূলক কাজ ইতি মধ্যে সম্পন্ন করেছে, যেমন রক্তদান শিবির, সচ্ছ ভারত কর্মসূচি, হাসপাতালে রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরন করা হয়।তেমনি ভাবে রবিবার দুপুরে খোয়াই বিধানসভার অন্তর্গত তবলাবাড়ী সর্বপল্লী রাধাকৃষ্ণ বিদ্যামন্দির মাঠে অনুষ্ঠিত হয় এক সাস্হ শিবিরটি। এই স্বাস্থ্য শিবির অনুষ্ঠানে সমাজ সেবি নিমাই শুক্ল দাস কে সভাপতি করে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান এই কর্মসূচি নিয়ে প্রথমে বিস্তারিত আলোচনা করেন ভারতীয় জনতা পার্টি খোয়াই জেলা কমিটির সাধারণ সম্পাদক সমীর কুমার দাস, উনি বলেন সেবার মাধ্যমে বিজেপি সংগঠন করে সেবা হি সংগঠনই আমাদের দলের মুল নীতি ও আদর্শ এবং এই কর্মসূচি আগামী ২রা অক্টোবর পর্যন্ত চলবে এছাড়া আলোচনা করেন বিজেপি খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদার এছাড়া স্বাস্থ্য শিবির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রনব বিশ্বাস, তাপস দাস,প্রনব দেবনাথ সহ অন্যান্য নেতৃত্বরা এদিন স্বাস্থ্য শিবিরে খোয়াই মন্ডলের নেতৃত্বরা উক্ত স্বাস্থ্য শিবিরে নিজ নিজ স্বাস্থ্য পরীক্ষা করেন এবং স্বাস্থ্য পরীক্ষা করতে আসা রোগীদের মধ্যে বিনামূল্য ঔষধ বিতরণ করেন।