খোয়াই প্রতিনিধি ২৫ শে সেপ্টেম্বর…সোমবার সকালে খোয়াই সুভাষ পার্ক ও খোয়াই জেলা হাসপাতাল প্রাঙ্গনে স্বচ্ছ ভারত অভিযান করলেন খোয়াই মন্ডলের আইটি সেল ও সোশ্যাল মিডিয়ার কার্যকর্তাগণ। মূলত সোমবার দিনটি ছিল মহান দার্শনিক ডক্টর দীন দয়াল উপাধ্যায়ের জন্মদিন। এই মহান ব্যক্তিত্বের জন্মদিন উপলক্ষে সোমবার সকালে এই সুন্দর কর্মসূচিটি পালন করা হয়। এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিজেপি খোয়াই মন্ডলের সভাপতি সুব্রত মজুমদার। মন্ডল সম্পাদক তাপস কান্তি দাস। খোয়াই জেলার আইটি সেলের কনভেনার সত্য কুমার দেববর্মা সহ অন্যান্য কর্মকর্তাগণ। মূলত ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের নির্দেশ অনুসারে সেবা পাক্ষিক এর কর্মসূচির অঙ্গ হিসাবে আজকের এই স্বচ্ছ ভারত অভিযান। স্বচ্ছ ভারত অভিযানের শেষে খোয়াই মন্ডলের সভাপতি সুব্রত মজুমদার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন সেবা পাক্ষিক কর্মসূচির গুলির মধ্যে প্রধানমন্ত্রী এবং দেশের রাষ্ট্র নায়কদের জন্মজয়ন্তী গুলিতে খোয়াই এর সমস্ত যুবকদের আহ্বান রাখেন যাতে করে তারা ঐ মহান ব্যক্তিত্বদের আদর্শকে পাথেও করে জীবনের পথে এগিয়ে যাওয়ার আহ্বান রাখেন তাছাড়া তিনি এও বলেন আগামী দুশরা অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধী জির জন্ম জয়ন্তী উপলক্ষে এইরকম কর্মসূচি করার উদ্যোগ গ্রহণ করবেন। অবশ্যই যুব সমাজকে এই রকম কর্মসূচিতে অংশগ্রহণ করার আহ্বান রাখেন।