খোয়াই প্রতিনিধি ৫ ই সেপ্টেম্বর….বিদ্যুৎ বিভ্রাটের কারণে রবিবার গভীর রাতে খোয়াই বিদ্যুৎ নিগমের কার্যালয়ে ভাঙচুর চালায় কিছু দুষ্কৃতিকারীরা। ঘটনার বিবরণ দিয়ে নিগমের কর্মীরা জানান যে রবিবার রাত্রি আনুমানিক সাড়ে দশটা নাগাদ পুরান গুদারাঘাট চরগনকী এলাকা থেকে খবর আসে ওই এলাকাতে বিদ্যুৎ নেই। তখন খোয়াই থেকে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা চরগনকী এলাকায় বিদ্যুৎ সাড়াই এর কাজ করতে যান। বিদ্যুৎ সাড়াই এর কাজ শেষ করার পর দেখতে পান যে এখানকার ট্রান্সফরমারটি বিকল হয়ে যায় যার ফলে সেই সময় বিদ্যুৎ সাড়াই করা সম্ভব হবে না দফতরের কর্মীদের কাছে। তখন সময় অন্য ফিডার থেকে সাময়িক বিদ্যুতের লাইন দিয়ে বিদ্যুৎ সারাইয়ের চেষ্টা বিদ্যুৎ কর্মীরা করতে থাকে । এদিকে কিছু উশৃঙ্খল যুবক টি আর ০১ এ কিউ ১৫৫৪ একটি বুলেরো পিকআপ গাড়ি নিয়ে খোয়াই বিদ্যুৎ দপ্তরে প্রায় ১৫-২০ জন মিলে রাত সাড়ে বারোটা নাগাদ ভাঙচুর চালায় বলে অভিযোগ বিদ্যুৎ দপ্তরের কর্মীদের এবং বিদ্যুৎ দপ্তরের সমস্ত আসবাবপত্র ও টেলিফোন ভেঙে রাস্তায় ফেলে দেয় ও কর্মরত বিদ্যুৎ কর্মীদেরও হেনস্থা করে।শেষে সোমবার দুপুরে খোয়াই বিদ্যুৎ নিগমের সিনিয়র ম্যানেজার খোয়াই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। এদিকে খোয়াই বিদ্যুৎ দপ্তরের কর্মীগণ বলেন যে এইরকম পরিবেশ পরিস্থিতির মধ্যে তারা সঠিকভাবে কাজকর্ম করতে পারবেন না। তাদের নিরাপত্তার অভাব রয়েছে। বিদ্যুতের গোলযোগ সৃষ্টি হলেই যে কোন সময় তাদের উপর দুষ্কৃতিকারীরা হামলা করতে পারে এমনকি সময় সময় হামলাও করে থাকে। বিদ্যুৎ কর্মীরা এ নিয়ে আতঙ্কে ভুগছেন বলে সংবাদ মাধ্যমকে জানান ।এখন দেখার বিষয় থানায় মামলা করার পর পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে।