Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যচালের দাম নিয়ন্ত্রণে আনতে ময়দানে প্রশাসন

চালের দাম নিয়ন্ত্রণে আনতে ময়দানে প্রশাসন

রাজ্যে এমনিতেই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম অনেকটাই অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে গত কয়েক দিন ধরে দাম বেড়েছে চালেরও। লোকাল চালের দাম এক লাফে অনেকটা বৃদ্ধি পেয়েছে। আর এতে করে স্বাভাবিকভাবেই দিশাহারা নিম্ন মধ্যবিত্ত অংশের মানুষ। বাজারে এই মুহূর্তে লোকাল চালের দাম ন্যূনতম ৪৮ থেকে ৫০ টাকা। যা স্বাভাবিকের তুলনায় অনেকটা বেশি। অথচ এই দাম বৃদ্ধির যথেষ্ট কোন কারণ নেই। নানা অজুহাত দেখিয়ে একাংশ ব্যবসায়ী চালের দাম অনেকটা বৃদ্ধি করে প্রতিদিন পকেট কাটছে সাধারণ ক্রেতাদের। তাই কালোবাজারীদের প্রতিরোধ করে চালের দাম নিয়ন্ত্রণে আনতে এবার ময়দানে নামল প্রশাসন। বুধবার এমনটাই দেখা গেল রাজ্যের প্রধান বাজার রাজধানী আগরতলার মহারাজগঞ্জ বাজারে। সদর মহকুমা শাসক অফিসের ডি সিএম এর নেতৃত্বে খাদ্য দপ্তর ও লিগ্যাল মেট্রলজি দপ্তরের যৌথ উদ্যোগে মহারাজগঞ্জ বাজারে চালানো হয় বিশেষ অভিযান। অভিযানকালে প্রশাসনিক আধিকারিকরা বাজারের চালপট্টি এলাকায় অনিয়ম পাওয়ায় দ্বিজেন্দ্র লাল সাহা নামে এক চাল ব্যবসায়ীর দোকান সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেন। শুধু তাই নয়, বাজারের আরেক ব্যবসায়ী শংকর লাল সাহার দোকানে লোকাল চালের প্রয়োজনীয় কাগজপত্র সহ অন্যান্য নথিপত্র না থাকায় লোকাল চাল বিক্রি বন্ধের আদেশ দিয়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ মহকুমা শাসক অফিসে যাওয়ার নির্দেশ দেন আধিকারিকরা। বাজারে যেভাবে লোকাল চালের দাম বৃদ্ধি পেয়েছে তা কোন অবস্থাতে মেনে নিতে পারেননি আধিকারিকরাও। তাদের মতে লোকাল চালের দাম প্রতি কেজিতে বেড়েছে ১০ থেকে ১২ টাকা। অথচ রাজ্যে চালের মজুদ রয়েছে যথেষ্ট। তাই চালের দাম নিয়ন্ত্রণে আনতে এই অভিযানের পাশাপাশি খুব শীঘ্রই চাল বাজার কমিটির সাথে মহকুমা শাসকের বৈঠক অনুষ্ঠিত হবে। অভিযানকালে এদিন সদর মহকুমা শাসক অফিসের ফুড কন্ট্রোলার প্রদীপ কুমার ভৌমিক জানান, লোকাল চালের অসাধু উপায়ে মূল্য বৃদ্ধির বিরুদ্ধে এই অভিযান আগামী দিনেও জারি থাকবে। এদিনের অভিযানে ছিলেন সদর ডিসিএম সুমঙ্গল দে, খাদ্য পরিদর্শক দেবজ্যোতি চক্রবর্তী, কিষান চন্দ্র সাহা, লিগাল মেট্রলজির পক্ষে রামপ্রসাদ চৌধুরী ও রজত দেববর্মা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two + seven =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য