রাজধানী আগরতলার প্যারাডাইস চৌমুনিতে রয়েছে ত্রিপুরা স্টেট আয়ুর্বেদিক হাসপাতাল। প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই হাসপাতালে সাধারণ মানুষ ছুটে আসছেন আয়ুর্বেদিক চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে। কিন্তু দীর্ঘদিন ধরেই স্টেট আয়ুর্বেদিক হাসপাতালটি নানা সমস্যায় জর্জরিত। পরিকাঠামো গত সমস্যা থাকায় চিকিৎসা পরিষেবা নিতে এসে প্রায় সময় নাজেহালের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। বিশেষ করে এই হাসপাতালে সবচেয়ে বড় সমস্যা রয়েছে জায়গা সংকলন। পর্যাপ্ত সংখ্যক বেড না থাকার ফলে মেঝেতে রেখেই রোগীদের চিকিৎসা পরিষেবা দিতে বাধ্য হচ্ছেন চিকিৎসকরা। শুধু তাই নয় এক্ষেত্রেও জায়গার সংকুলনে অনেককেই ভর্তি রেখে চিকিৎসা পরিষেবা দেওয়া সম্ভব হয় না। এনিয়ে সংবাদ মাধ্যমে দেশ কয়েকবার ফলাও করে সংবাদ প্রকাশিত হয়। অবশেষে দেরিতে হলেও প্রকাশিত সংবাদের জেরে টনক নড়ল স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের। মঙ্গলবার এমনটাই দেখা গেল স্টেট আয়ুর্বেদিক হাসপাতালে। স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার দপ্তর সুপ্রিয় মল্লিকের নেতৃত্বে এক প্রতিনিধি দল এদিন আয়ুর্বেদিক হাসপাতাল পরিদর্শন করলেন। পরিদর্শন কালে আধিকারিকরা হাসপাতালে যাবতীয় পরিকাঠামুসহ বিভিন্ন দিক খতিয়ে দেখে কথা বলেন দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সাথে। পরে তিনি আশ্বাস দেন আয়ুর্বেদিক চিকিৎসার পরিষেবার মান উন্নয়নে দপ্তর শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।