Sunday, December 22, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদরেশন ডিলার পরিবর্তনের দাবি নিয়ে তুলকালাম কাণ্ড ঘটে গেল তেলিয়ামুড়া মহকুমাধীন ২৯...

রেশন ডিলার পরিবর্তনের দাবি নিয়ে তুলকালাম কাণ্ড ঘটে গেল তেলিয়ামুড়া মহকুমাধীন ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বালুছড়া এলাকার ২২ নম্বর রেশন শপে। ঘটনার জেরে ময়দানে নামতে হলো পুলিশকেও

ঘটনার বিবরণে জানা যায়, ২২ নম্বর রেশন শপটি দীর্ঘদিন ধরে পরিচালনা করছেন সঞ্জীত বিশ্বাস এবং ওনার পরিবার। আরো জানা গেছে বিগত ২০১৮ সালে এ রাজ্যে সরকার পরিবর্তনের পর বেশকিছু রেশন শপের মালিকানা বা ডিলারশিপ পরিবর্তন হলেও জোর দাবি সত্ত্বেও বালু ছড়ার এই ২২ নম্বর রেশন শপের ডিলার বদল হয়নি, যদিও একাংশ থেকে সরাসরি অভিযোগ উঠছে স্থানীয় একাংশ নেতৃস্থানীয় ব্যক্তিদের সাথে বোঝাপড়ার ভিত্তিতেই নাকি সঞ্জীত বাবু রেশনের মধ্যে বহাল তবিয়তে রয়েছেন। এদিকে এলাকাবাসী অর্থাৎ সাধারণ বক্তাদের অভিযোগ হচ্ছে দীর্ঘদিন রেশম শপ পরিচালনা করার ফলে রেশন শপের মধ্যে নিরন্তর ভাবে দুর্নীতি করে চলেছেন সঞ্জিতবাবু, দপ্তরের নির্দেশকে তোয়াক্কা না করে সময় মত দ্রব্য সামগ্রী সরবরাহ না করার অভিযোগ রয়েছে সংশ্লিষ্ট রেশন ডিলারের বিরুদ্ধে। দিনের পর দিন অভিযোগগুলো পুঞ্জিভূত হতে থাকলেও চতুর রেশন ডিলার সঞ্জীত বাবু নাকি একাংশ মাতব্বরদের সাথে গোপন বোঝাপড়ার মধ্য দিয়ে নিজের দূর অভিসন্ধীমূলক কার্যকলাপ বহাল তবিয়তে জারি রেখেছেন। আজ স্থানীয় বাসিন্দারা সম্মিলিতভাবে রেশন শপে গিয়ে হামলে পড়েন এবং জোরপূর্বক রেশন ডিলার সঞ্জিত বিশ্বাসকে সাদা কাগজে স্বাক্ষর করার জন্য বলতে থাকেন। সেই সময় স্থানীয়দের সাথে রেশন ডিলার এবং উনার পরিবারের সদস্যদের হাতাহাতির মত ঘটনাও সংঘটিত হয়। একটা সময় গোটা ঘটনা সম্পর্কে অবগত হয়ে তেলিয়ামুড়া থেকে পুলিশকেও ছুটে যেতে হয়েছে ঘটনাস্থলে। আমাদের সাথে কথা বলার সময় স্থানীয়দের অভিযোগ হচ্ছে,,,, দীর্ঘদিন ধরে অনৈতিকভাবে বা সরকারি নিয়ম নীতিকে তোয়াক্কা না করে রেশন সব পরিচালনা করলেও ২২ নম্বর রেশন শপের ডিলার সঞ্জীত বাবু একাংশ স্থানীয় নেতৃত্বদের ম্যানেজ করে রেশনে রয়ে গেছেন যার ফল ভোগ করতে হচ্ছে স্থানীয় ভোক্তাদের। তবে এবার স্থানীয় ভোক্তা সাধারণের ধৈর্যের বাঁধ ভেঙ্গে যাওয়ায়, তারা এবার দাবী করছেন যেন তেনও প্রকারে সঞ্জীত বাবুকে রেশম শপ থেকে বিতাড়িত করতে হবে। এদিকে গোটা বিষয় নিয়ে সংশ্লিষ্ট রেশন ডিলারের দাবি হচ্ছে যদি পঞ্চায়েত, সরকার কিংবা প্রশাসন ওনাকে রেশন শপ থেকে সরিয়ে দেন তাহলে তিনি নির্বিবাদে রেশন ত্যাগ করবেন। অন্যদিকে, ওই রেশন ডিলার সঞ্জিত বিশ্বাস আরো অভিযোগ করেছেন ওনার এবং উনার পরিবারের পুরুষ মহিলাদের পর সম্মিলিতভাবে দৈহিক আক্রমণ সংগঠিত করা হয়েছে। যদিও পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে মারামারির মতো কোনো ঘটনা ঘটেনি। পুলিশের বক্তব্য উভয় পক্ষের মধ্যে দীর্ঘক্ষণ বাদ-বিতণ্ডা চলে। এই খবর পেয়ে পুলিশ ছুটে আসে ঘটনাস্থলে। পরে পুলিশের মধ্যস্থতায় এলাকাবাসীরা এ বিষয়ে তেলিয়ামুড়া মহকুমা শাসকের দরবারে যাওয়ার সিদ্ধান্তে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।
অভিযোগ পাল্টা অভিযোগ সবকিছু মিলিয়ে এটুকু বলা চলে তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত ২২ নম্বর রেশন শপ নিয়ে ব্যাপক চাঞ্চল্য এবং উত্তেজনাকর ছড়িয়ে পড়েছে গোটা বালু ছড়া এলাকায়।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eleven − one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য