তেলিয়ামুড়া থানাধীন করইলং এলাকায় বাসিন্দা তথা সুভাষ সূত্রধর বিগত কয়েক বছর ধরেই বিভিন্ন বাগান করে চাষাবাদ করে আসছে। ওই বাগান গুলির মধ্যে সবরি কলা বাগানে রয়েছে একটি। বুধবার গভীর রাতে একদল দুষ্কৃতিকারীরা তার কলাবাগানে আক্রোশমূলক হামলা চালায়। দুস্কৃতিকারীরা কলা বাগানের কলা গাছ গুলি এলোপাতাড়ি দায়ের কোপে কেটে টুকরো টুকরো করে দেয়। এমন কি কয়েকটি কলার ছরি কেটে টুকরো টুকরো করে মাটিতে ফেলে দেয়। তিনি জানান, বিগত কয়েক বছর ধরেই এই ধরনের ঘটনা ঘটে চলছে তার কলা বাগানের উপর। বারকয়েক ওই দুষ্কৃতিকারীদের পাকড়াও করার জন্য চেষ্টা চালিয়ে থাকলেও চেষ্টা ব্যর্থ থেকে যাচ্ছে।।



