Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যরবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে সাংবাদিক সম্মেলন এ তথ্য ও সংস্কৃতি...

রবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে সাংবাদিক সম্মেলন এ তথ্য ও সংস্কৃতি মন্ত্রী বলেন আমাদের সংস্কৃতিতে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের বিকল্প নেই

রবীন্দ্র জয়ন্তী ও নজরুল জন্মজয়ন্তী এবছর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হবে । এ উপলক্ষে বসে আঁকো প্রতিযোগিতা , চিত্র প্রদর্শনী , সমবেত আবৃত্তি , নৃত্য ও সংগীত প্রতিযোগিতা , তাৎক্ষণিক বক্তৃতা , সাংস্কৃতিক সন্ধ্যা ও ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে । তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং অন্যান্য দপ্তরের সহযোগিতায় এই কর্মসূচিগুলি আয়োজিত হবে । এ উপলক্ষে তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তার কার্যালয়ের কনফারেন্স হলে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরীর সভাপতিত্বে এক পর্যালোচনাসভা অনুষ্ঠিত হয় । আমাদের সংস্কৃতিতে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের বিকল্প নেই । তাঁদের সৃষ্টির চেতনায় সমৃদ্ধ হয়ে রাজ্যের সাংস্কৃতিক পরিমন্ডল আরও এগিয়ে যাবে বলে সভা শেষে এক সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আশা ব্যক্ত করেন । সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী জানান , আগামী ৮ ও ৯ মে দু’দিনব্যাপী ১৬১ তম রবীন্দ্র জয়ন্তী উদযাপন করা হবে । ৮ মে সকাল ৯ টায় বসে আঁকো প্রতিযোগিতা , ১২ টায় চিত্র প্রদর্শনী ও সমবেত আবৃত্তি প্রতিযোগিতা , ২ টায় সমবেত সংগীত প্রতিযোগিতা এবং ৬ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে । সাংস্কৃতিক অনুষ্ঠানে রাজ্যের প্রখ্যাত শিল্পীগণ অংশগ্রহণ করবেন । রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এই কর্মসূচিগুলি আয়োজিত হবে । এছাড়া ৯ মে রবীন্দ্র জন্মজয়ন্তী পালনের মূল কর্মসূচি সকাল ৭ টায় রবীন্দ্র কাননে প্রভাতী কবি প্রণামের মাধ্যমে সূচনা হবে । এরপর সকাল সাড়ে ১১ টায় তাৎক্ষণিক বক্তৃতা , ১ টায় ক্যুইজ , ২ টা ৩০ মিনিটে সমবেত নৃত্য প্রতিযোগিতা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ২ নং হলঘরে অনুষ্ঠিত হবে । ৪ টায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ১ নং হলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে । সন্ধ্যা ৬ টায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ১ নং হলে মূল সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব । এতে পশ্চিমবঙ্গের প্রথিতযশা রবীন্দ্র সংগীত শিল্পী জয়তী চক্রবর্তী , মনোময় ভট্টাচার্য ও বাচিক শিল্পী দেবেশ ঠাকুর রবীন্দ্র সংগীত ও আবৃত্তি পরিবেশন করবেন । ২৬ মে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে নজরুল কলাক্ষেত্রস্থিত কাজী নজরুল ইসলামের আবক্ষ মূর্তির পাদদেশে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান করা হবে । ৩০ মে এ উপলক্ষে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ১ নং হলে বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হবে । এতে পশ্চিমবঙ্গের প্রখ্যাত সংগীতশিল্পী শ্রীকান্ত আচার্য সহ রাজ্যের বিশিষ্ট শিল্পীরা অংশগ্রহণ করবেন । সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আরও বলেন , উভয় কর্মসূচিতেই বাংলাদেশের শিল্পীদেরও অংশগ্রহণের লক্ষ্যে উদ্যোগ নেওয়া হবে । এই সকল অনুষ্ঠান রাজ্যের প্রত্যেকের জন্যই উন্মুক্ত । তিনি আশা প্রকাশ করেন এবছর গৃহীত কর্মসূচিগুলি রাজ্যের সাংস্কৃতিক পরিমন্ডলের বিকাশে নতুন বার্তা বয়ে আনবে এবং সকলের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানগুলি কাঙ্খিত সফলতা লাভ করবে । এদিনের সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের ডেপুটি মেয়র মণিকা দাস দত্ত , রাজ্য উচ্চশিক্ষা পরিষদের চেয়ারম্যান ড . অরুণোদয় সাহা , তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব পি কে গোয়েল ও অধিকর্তা রতন বিশ্বাস , ত্রিপুরা চা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সন্তোষ সাহা , রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুভাষ দেব প্রমুখ ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 + fourteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য