Tuesday, January 20, 2026
বাড়িখবররাজ্যরোমান হরফ নিয়ে মুখ্যমন্ত্রীর নমনীয়তায় সন্তুষ্ট মথা নেতৃবৃন্দ

রোমান হরফ নিয়ে মুখ্যমন্ত্রীর নমনীয়তায় সন্তুষ্ট মথা নেতৃবৃন্দ

ককবরকের রোমান্স ক্রিপ্ট নিয়ে অনেকটাই নমনীয় মুখ্যমন্ত্রী ।মুখ্যমন্ত্রীর এই নমনীয়তায় সন্তোষ প্রকাশ করেছেন তিপ্রা মথাদলের নেতৃবৃন্দ । বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান এডিসির শিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কার্য নির্বাহী সদস্য রবীন্দ্র দেববর্মা।

পৌষ পার্বণের দিন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার সাথে তিপ্রা মথাদলের একাংশের বিধায়ক এবং এডিসি সদস্যদের বৈঠক ঘিরে রাজ্য রাজনীতিতে জল্পনা কল্পনা শুরু হয়। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে এই জল্পনা কল্পনায় জল ঢালল এডিসির নেতৃবৃন্দ ।সাংবাদিক সম্মেলন করে মথা নেতৃত্ব তথা এডিসির শিক্ষা দপ্তরের কার্যনির্বাহী সদস্য রবীন্দ্র দেববর্মা জানান ,তিপ্রা মথার পরিষদীয় দল দীর্ঘদিন ধরে মুখ্যমন্ত্রীর সাক্ষাতের জন্য অপেক্ষায় ছিল ।অবশেষে পৌষ পার্বণের দিন সরকারি আবাসে মুখ্যমন্ত্রী তাদের সাথে কথা বলতে রাজি হন। বৈঠকে মথার বিধানসভার এবং এডিসির পরিষদীয় সদস্যরা উপস্থিত থাকতে চেয়েছিলেন ।কিন্তু পাঁচ সদস্যের প্রতিনিধি দলের সাথে কথা বলতে চান মুখ্যমন্ত্রী ।সেইমতো মথার ৫ জনের প্রতিনিধিদল দুপুর 12 টায় মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে যান ।সেখানে মথা দলের পক্ষে উপস্থিত ছিলেন এডিসির শিক্ষা দপ্তরের কার্যনির্বাহী সদস্য তথা প্রাক্তন বিধায়ক রবীন্দ্র দেববর্মা ,বর্তমান বিধায়ক বিশ্বজিৎ কলই ,বিধায়ক ফিলিপস কুমার রিয়াং, এমডিসি উমা শঙ্কর দেববর্মা। এদিন সাংবাদিক সম্মেলনে এডিসির শিক্ষা দপ্তরের কার্যনির্বাহী সদস্য রবীন্দ্র দেববর্মা জানান ,তাদের মূল দাবি ছিল ককবরক ভাষার রোমান স্ক্রিপ্ট ।বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে তাদের খুল্লম খুল্লা আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেছেন ,সিবিএসই এবং আই সি এস ই তে বিষয়টি নিয়ে তিনি চিঠি লিখেছিলেন। কিন্তু এর উত্তর এখনো পাননি ।আবার তিনি বিষয়টি নিয়ে তাদের চিঠি দেবেন ।মথার এক প্রতিনিধি দলকে সিবিএসই এবং আই সি এস ই চেয়ারম্যানের সাথে দেখা করার জন্য পরামর্শ দেন মুখ্যমন্ত্রী ।সেই মতো চলতি মাসেই মথার এক প্রতিনিধি দল সংশ্লিষ্ট চেয়ারম্যানদের সাথে কথা বলবেন। রবীন্দ্র দেববর্মা আরো জানান ,ককবরকের রোমান হরফ চালু নিয়ে মুখ্যমন্ত্রী অনেকটাই নমনীয় ভাব প্রকাশ করেছেন ।এতে তারা সন্তুষ্ট ।তাদের আশা, অবিলম্বে এই সমস্যার সমাধান হবে।

সাংবাদিক সম্মেলনে তিপ্রা মথার মুখপাত্র প্রাক্তন বিধায়ক রাজেশ্বর দেববর্মা বৈঠকে মুখ্যমন্ত্রীর নমনীয় মনোভাব নিয়ে সন্তোষ প্রকাশ করেন ।তিনি জানান, দীর্ঘদিন ধরে এই সমস্যা চলছে ।এই দাবিতে বিভিন্ন আন্দোলন হয়েছে ।অচিরেই সমস্যার সমাধান হওয়ার বিষয়ে তিনি আশাবাদী বলে জানান মথা মুখপাত্র রাজেশ্বর দেববর্মা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

10 − two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য