Tuesday, January 20, 2026
বাড়িখবররাজ্যআধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিজ্ঞানসম্মতভাবে কৃষি কাজ করতে হবে: কৃষিমন্ত্রী

আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিজ্ঞানসম্মতভাবে কৃষি কাজ করতে হবে: কৃষিমন্ত্রী

আমাদের দেশের উন্নয়নে মূল চাবিকাঠি হচ্ছে কৃষি। রাজ্যের বর্তমান সরকারও কৃষির উন্নয়নের উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করেছে। আজ লেম্বুছড়াস্থিত ত্রিপুরা কৃষি কলেজের অডিটোরিয়ামে রবি পেঁয়াজ চাষ সম্পর্কিত কর্মশালার উদ্বোধন করে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ একথা বলেন। তিনি বলেন, রাজ্য সরকার কৃষি এবং এর সঙ্গে যুক্ত হর্টিকালচার, মৎস্যচাষ ইত্যাদির উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিজ্ঞানসম্মত ভাবে কৃষি কাজ করতে হবে। তবেই ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে। তিনি বলেন, গত ৭ বছরে রাজ্য সরকার কৃষি যন্ত্রপাতি কেনার জন্য ২২৫ কোটি টাকা ভর্তুকি দিয়েছে। এই সময়ের মধ্যে ফসল বাজারজাত করণের জন্য ১৪৪টি বাজার স্থাপন করা হয়েছে। এর জন্য ব্যয় হয়েছে ৩০৩ কোটি টাকা। রাজ্যের মূল জিএসডিপি’র ৪৬ শতাংশই আসছে কৃষিক্ষেত্র থেকে। তিনি বলেন, কৃষকরা হচ্ছেন অন্নদাতা। তাদের উন্নয়নের জন্য রাজ্য এবং কেন্দ্রের বর্তমান সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে। তিনি বলেন, ত্রিপুরার জলবায়ু পেঁয়াজ চাষের উপযোগী। রাজ্যের কৃষি কলেজের বৈজ্ঞানিকগণ পরীক্ষামূলক ভাবে রবি পেঁয়াজের চাষ করে সফল হয়েছেন। তিনি পেঁয়াজ চাষে বেশি করে এগিয়ে আসার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ত্রিপুরা কৃষি কলেজের অধ্যক্ষ ড. দেবাশিষ সেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উদ্যানপালন ও মৃত্তিকা সংরক্ষণ দপ্তরের অধিকর্তা দীপক কুমার দাস, নাবার্ডের জেনারেল ম্যানেজার অনিল কটমিরে, আইসিআর’র আইএসসি সদস্য প্রদীপ বরণ রায় প্রমুখ। অনুষ্ঠানে রাজ্যের ৮টি জেলা থেকে ৩০০ জন পেঁয়াজ চাষি উপস্থিত ছিলেন। পেঁয়াজ চাষিদের হাতে অতিথিগণ ৪০কেজি পেঁয়াজের বীজ, স্পেয়ার, কেঁচো ও জৈবসার, ছত্রাকনাশক, কীটনাশক ইত্যাদি বিভিন্ন জিনিস তুলে দেন। দুইজনকে সয়েল হেলথ কার্ড দেওয়া হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 × three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য