Thursday, November 27, 2025
বাড়িখবররাজ্যস্বাস্থ্য দপ্তরের আধিকারিকের নিকট যুব কংগ্রেসের ডেপুটেশন

স্বাস্থ্য দপ্তরের আধিকারিকের নিকট যুব কংগ্রেসের ডেপুটেশন

নিয়ম নীতিন না মেনে গ্রহন করা স্বাস্থ্য দপ্তরের শূন্য পদ পূরণের পরীক্ষা বাতিল করে নতুনভাবে পরীক্ষা গ্রহণের জন্য দাবি জানালো প্রদেশ যুব কংগ্রেস। এই দাবির পরিপ্রেক্ষিতে সোমবার স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করেছে যুব কংগ্রেস ।দাবি পূরণ না হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলন সংঘটিত করা হবে বলে জানানো হয়েছে।

২০২৪ সালের মতো ২০২৫ সালেও শূন্যপদ পূরণের পরীক্ষায় নিয়ম-নীতির তুয়াক্কা করলনা স্বাস্থ্য দপ্তর। বিষয়টি নিয়ে আগেই স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করে দাবি জানিয়েছিল প্রদেশ যুব কংগ্রেস ।কিন্তু স্বাস্থ্য দপ্তর সেই দাবি মানেনি ।দপ্তরের ৮৫ টি শূন্য পদ পূরণে আইন বহির্ভূত পথেই হাঁটলো। তাই সংশ্লিষ্ট নিয়োগ-নীতির পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা গ্রহণের দাবি জানানোর যুব কংগ্রেস। এই দাবির পরিপ্রেক্ষিতে সোমবার স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার নিকট এক ডেপোরেশন প্রদান করে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের এক প্রতিনিধি দল। এই ডেপুটেশন প্রদানের নেতৃত্বে ছিলেন তাদের যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা ।এদিন যুব কংগ্রেস রাজ্য সভাপতি জানান, আমরা আশঙ্কা প্রকাশ করেছিলাম স্বাস্থ্য দপ্তরের ৮৫টি শূন্য পদ পূরণে নিয়ম-নীতি মানা হবে না । গত ১৭ অক্টোবর সংশ্লিষ্ট বিষয় নিয়ে অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করা হয়। কিন্তু আমাদের আশঙ্কাই সত্যে পরিণত হলো ।শূন্য পদ পূরণের পরীক্ষায় রাজ্য সরকার প্রবর্তিত কোন নিয়ম মানা হয়নি ।তাই যুব কংগ্রেসের পক্ষ থেকে পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষার ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে বলে জানান প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা।

এদিন যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা আরো জানান ,এই দাবি পূরণ করা না হলে আগামী দিনে যুব কংগ্রেস সংশ্লিষ্ট বিষয়টি কে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eighteen − seven =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য