Monday, October 27, 2025
বাড়িখবররাজ্যনৃশংসভাবে খুন গৃহবধূ, গ্রেপ্তার স্বামী ,রানিখামারের ঝরঝরিয়ায় চাঞ্চল্য :

নৃশংসভাবে খুন গৃহবধূ, গ্রেপ্তার স্বামী ,রানিখামারের ঝরঝরিয়ায় চাঞ্চল্য :

স্বামীর হাতে নৃশংস ভাবে খুন স্ত্রী ।ঘটনা রবিবার সকালে আমতলী থানাধীন রানিরখামারের ঝরঝরিয়া এলাকায় ।মৃত গৃহবধুর নাম আদরী বসাক ওরফে কুট্টি।এই ঘটনায় মৃতার স্বামী সেন্টু সরকারকে গ্রেফতার করেছে পুলিশ।

মদমত্ত স্বামীর বেদম প্রহরে নিহত স্ত্রী।নিহত গৃহবধূর নাম আদরি বসাক ওরফে কুটটি, স্বামীর নাম সেন্টু সরকার। জানা গেছে, আদরি এবং সেন্টুর ২৫ বছর আগে বিয়ে হয় ।তাদের দুটি মেয়েও রয়েছে ।দুই মেয়েরই বিয়ে হয়ে গেছে ।আরো জানা গেছে ,স্বামী স্ত্রীর মধ্যে প্রায় সময়ই ঝগড়া-বিবাদ চলতো প্রায় দিনই আদরি বসাকে মারধর কত অভিযুক্ত নেশাগ্রস্ত স্বামী সেন্টু সরকার। এলাকাবাসীর অনুমান ,শনিবার রাতেও পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে প্রচন্ড মারধর করে সেন্টু সরকার ।এর ফলে ঘরেই মৃত্যু হয় গৃহবধুর। পরে সেন্টু সরকার স্ত্রীর মৃতদেহ ঘরের বাইরে নিয়ে ফেলে রাখে ।রবিবার সকালে স্থানীয়দের বিষয়টি চোখে পড়ে ।তারা আমতলী থানায় খবর দেন ।খবর পেয়ে আমতলী থানার ওসি পরিতোষ দাস সহ থানার পুলিশ এবং টিএসআর বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে। গৃহবধূর মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে ছুটে যান পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক এবং আমতলী থানার এসডিপিও পারমিতা পান্ডে ।এদিন মৃত গৃহবধূর ভাই জানান ,প্রায় সময়ই সেন্টু সরকার আদরি বসাকের উপর মারধর করত। প্রচন্ড মারধোরের কারণেই তার বোনের মৃত্যু হয়। মৃত্যু হওয়ার পর বোনের মৃতদেহটি বাইরে ফেলে রাখে সে।

এদিন পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাঁপানিয়া হাসপাতালের মর্গে পাঠায় ।এই ঘটনায় নিহত গৃহবধূর স্বামী সেন্টু সরকারকে পুলিশ গ্রেফতার করে ।একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে আমতলী থানার পুলিশ ।সাত সকালে গৃহবধুর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে রানির খামারের ঝরঝরিয়া এলাকায় তীব্র চঞ্চল্য ছড়িয়ে পড়ে ।এদিকে অভিযুক্ত স্বামী সেন্টু সরকারের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণের দাবী জানিয়েছেন এলাকার জনগণ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

11 − five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য