Monday, October 27, 2025
বাড়িখবররাজ্যবনমালীপুরে মন কি বাত অনুষ্ঠান শুনলেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী

বনমালীপুরে মন কি বাত অনুষ্ঠান শুনলেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী

রাজ্যের প্রতিটি মানুষের উচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন কি বাত অনুষ্ঠান শোনা এবং অনুষ্ঠানের কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করে ভারতকে বিশ্ব গুরুতে পরিণত করার কাজের শামিল হওয়া। এই অভিমত মন্ত্রী সুশান্ত চৌধুরী। রবিবার মন কি বাত অনুষ্ঠান শেষে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে কথাগুলি বলেন তিনি।

রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১২৭তম মন‌ কি বাত অনুষ্ঠানে মিলিত হন। রাজধানী আগরতলার ৯ বনমালীপুর বিধানসভার অন্তর্গত ৪নং বুথেও এই অনুষ্ঠান শোনার আয়োজন করা হয়।কার্যকর্তাদের সঙ্গে এই অনুষ্ঠান শুনতে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। উপস্থিত সকলে গভীর মনোযোগের সঙ্গে অনুষ্ঠানটি শুনেন। অনুষ্ঠান শেষে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের জন্য ব্যাপক কাজ করেছেন। তিনি লুক ইস্ট পলিসিকে পরিবর্তন করে এক্ট ইস্ট পলিসি গ্রহণ করেছেন এবং ব্যাপক কাজ করেন। এই উন্নয়নের সুফল ত্রিপুরা রাজ্যও পেয়েছে। তাই তিনি প্রতিটি মানুষের প্রতি আহ্বান রাখেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির মন কি বাত অনুষ্ঠানে বলা কথাগুলো পালনের মধ্য দিয়ে ভারতকে বিশ্ব গুরুতে রূপান্তরিত করার কাজে শামিল হতে।

সারা রাজ্যের প্রতিটি কোনায় কোনায় এদিন মন কি বাত অনুষ্ঠান শোনার আয়োজন করা হয়। সেখানে বিজেপির নেতা মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন পরের কার্যকর্তা এবং সাধারণ মানুষ উপস্থিত হয়েছিলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 + 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য