জলাশয় থেকে এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার । ঘটনাস্থলে পূর্ব থানার পুলিশ। ঘটনা রাজধানীর মহারাজগঞ্জ বাজারের জলাশয়ে ।ঘটনাটি পরিকল্পিত খুন না নিছক দুর্ঘটনা তা নিয়ে ধন্দ্বে পুলিশ। মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য।
জলাশয় থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার ।ঘটনা বুধবার সকালে রাজধানীর গ্র্যান্ডিউজ চৌমুহনী সংলগ্ন মহারাজ গঞ্জ বাজারের জলাশয়ে। মৃত যুবকের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর হবে ।মৃত যুবকের পরিচয় এখনো পাওয়া যায়নি ।এদিন সকালে স্থানীয়রা জলাসয়ে মৃতদেহ ভেসে থাকতে দেখে খবর দেন মহারাজগঞ্জ বাজার পুলিশ ফাঁড়ি এবং পূর্ব থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। জলাশয়টিকে ঘিরে উচু প্রাচীর রয়েছে ।জলাশয়টির সুন্দর্যায়নের কাজ চলছিল। পুলিশ প্রাচীরের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে এবং জলাশয় থেকে মৃতদেহটি উদ্ধার করে ।এদিন এই মৃতদেহ উদ্ধারের ঘটনা প্রসঙ্গে এক পুলিশ আধিকারিক জানান ,শরীরের অধিকাংশই জলে ডোবা অবস্থায় রয়েছে। দেহে কোন বাহ্যিক আঘাতের চিহ্ন রয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয় ।তবে ঘটনা দুই-তিন দিন আগের হতে পারে ।কারণ দেহে পচন ধরে গেছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে বলে জানান পুলিশ আধিকারিক ।ঘটনাটি খুন না নিছক দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয় বলে জানান তিনি। তিনি আরো জানান, পূর্ব থানার অধীন একাধিক নিখোঁজের ঘটনা রয়েছে। সংশ্লিষ্ট পরিবার-পরিজনদের বিষয়টি জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে ছুটে আসছেন ।তবে এখন পর্যন্ত যুবকের কোন পরিচয় পাওয়া যায়নি বলে জানান পুলিশ আধিকারিক।
প্রসঙ্গত উল্লেখ্য যে গ্র্যান্ডিউজ চৌমুহনী সংলগ্ন মহারাজগঞ্জ বাজারের এই জলাশয়টির নির্মাণ কাজ চলছে ।ইতিমধ্যেই উঁচু প্রাচীরে ঘেরা হয়েছে এই জলাশয়টিকে। জলাশয়ের চার ধারে একাধিক স্টল, বসার জায়গা ,হাঁটার জন্য ফুটপাত নির্মাণ করা হয়েছে। প্রাচীর ঘেরা এই জলাশয়ে কি করে একটি মানুষ প্রবেশ করতে পারল সেই বিষয় নিয়ে বিভিন্ন মহলে জল্পনা চলছে।নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় ব্যবসায়ীরা জানান, এই জলাশয়ের ধারে রাতের আঁধারে নেশার আসর বসে।প্রাচীর টপকে অনেক দূর দূরান্তের যুবকরাও এই আসরে সামিল হয় ।চিৎকার চেঁচামেচিও চলে ।স্থানীয়দের অনুমান ,হয়তো নেশার আসর থেকেই এই ঘটনা ঘটতে পারে ।এদিকে মৃতদেহ উদ্ধারের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।ঘটনায় মহারাজগঞ্জ বাজার এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।