রবিবার ভারতীয় ছাত্র ফেডারেশন সদর বিভাগীয় কমিটির উদ্যোগে রাজধানীর মেলার মাঠ স্থিত ছাত্র যুব ভবনে এক স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই দিনের শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ সংগঠনের অন্যান্য নেতৃত্বরা। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মানিক সরকার ছাত্র যুবদের উদ্যোগে প্রতিবছর ন্যায় এ বছরও যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে তার ভূয়সী প্রশংসা করেন এবং রক্তদাতাদের সংখ্যা বৃদ্ধি পাওয়া এবং শারীরিক দুর্বলতা থাকা সত্ত্বেও মেয়েদের মধ্যে রক্তদান কে কেন্দ্র করে যে উৎসাহ পরিলক্ষিত করা গিয়েছে তার প্রশংসা করেন। তাছাড়া শহরে এবং গ্রামে রেগা টুয়েব এবং সরকারি বিভিন্ন উন্নয়নমূলক কাজ যে থমকে রয়েছে সে দিকগুলি তে রাজ্য সরকারকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে বলেও নিজ বক্তব্যে তুলে ধরেন তিনি। এদিন এই রক্তদান শিবির কে কেন্দ্র করে উপস্থিত ছাত্র যুবদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়।