রাজ্যে অবৈধভাবে প্রবেশকারীদের আনাগোনা জারি রয়েছে, সীমান্তবর্তী এলাকায় সীমান্ত রক্ষা বাহিনীর কঠোর প্রহরা থাকার পরেও রাজ্যে অবৈধভাবে বাংলাদেশীদের প্রবেশ নিয়ে সীমান্ত রক্ষা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। কেননা ফের একবার আটক হল এক বাংলাদেশী, জানা যায় গোপন সূত্রের ভিত্তিতে জিআরপি থানার পুলিশের নিকট খবর আসে যে আগরতলা রেল স্টেশনে এক ভারতীয় টাউট এক বাংলাদেশী মহিলাকে অবৈধভাবে প্রবেশ করিয়েছে সেই খবর পাওয়া মাত্রই জিআরপি থানার পুলিশ এবং সিআরপিএফ নিলে যৌথ অভিযান চালিয়ে সেই ভারতীয় টাউট এবং এবং বাংলাদেশী মহিলাটিকে আটক করে থানায় নিয়ে আসে। তাদেরকে জিজ্ঞাসা বাদে তাদের পরিচয় জানা যায় এবং এরা পুলিশের কাছে স্বীকারোক্তি দেয় যে বহি রাজ্যে যাওয়ার উদ্দেশ্যে কাগজপত্র ছাড়াই অবৈধভাবে ভারতে প্রবেশ করানো হয়েছে বলে। এই ঘটনা পরিপ্রেক্ষিতে জিআরপি থানার পুলিশ আটককৃত দুজনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন জিআরপি থানার পুলিশ আধিকারিক।